1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে দুস্থদের মাঝে দোস্ত এইডের উদ্যোগে ফুডপ্যাক বিতরণ ঝিনাইগাতীতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ৩০ হাজার কোটি ডলার পাবে দরিদ্র দেশগুলো বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সন্ত্রাসী নিহত, অন্ত্র উদ্ধার পাঠ্যবইয়ে আসছে একগুচ্ছ পরিবর্তন, স্বাধীনতার ঘোষক হয়ে ফিরছেন জিয়াউর রহমান শপথ নিলেন নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার সরাসরি ভোট হবে না মেয়র-চেয়ারম্যান পদে, ভাবা হচ্ছে সংসদীয় পদ্ধতি পাচারের টাকায় সাম্রাজ্য : দুবাইয়ে ২০০ কোটির দুই ভিলা বিপু-কাজলের

আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে শরিকরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

রাজনীতি ডেস্ক: ১৫ বছরের বেশি সময় ধরে সরকারে থাকা ১৪ দলীয় জোট দেশ শাসন করলেও এখন সব দায় দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন সংগঠন আওয়ামী লীগের ওপর চাপাচ্ছে শরিকরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জোটগতভাবে নির্বাচন করলেও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলা হয়েছে রাজনৈতিকভাবে খাদে পড়া দল আওয়ামী লীগের ওপর। জোটে না থাকার মতো সিদ্ধান্তের কথাও কোনো কোনো দল ভাবছে।

ছাত্রদের এই আন্দোলনে হতাহতের সংখ্যাকে ‘গণহত্যা’র সঙ্গে তুলনা করে বিচারের দাবি ওঠায় জোটপ্রধান শেখ হাসিনাকে আসামি করে মামলা হয়েছে। ১৪ দলের শরিকদের আসামি করেও মামলা দায়ের হয়েছে। সরকারে থাকাকালীন অনিয়ম-দুর্নীতির অভিযোগের তীর যেমন আওয়ামী লীগের দিকে ছুটছে, তেমনি ১৪ দলের শরিকরাও দায় এড়াতে পারে না; কিন্তু ১৪ দলের শরিকরা পুরো দায় চাপিয়েছে আওয়ামী লীগের ওপর। জোট নেতাদের দাবি, ছাত্রদের মনোভাব বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ, ছাত্রদের সঙ্গে আলোচনার বিষয়ে ১৪ দলের পরামর্শও গুরুত্ব সহকারে নেওয়া হয়নি। এমনকি যা করার একক সিদ্ধান্তে আওয়ামী লীগ ও সভাপতি শেখ হাসিনা করেছেন। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তও আওয়ামী লীগ ও এর সভাপতি শেখ হাসিনার একক। ১৪ দলের শরিকদের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেয় দলটি অর্থাৎ এক প্রকার চাপিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর জোটের শরিকরা এখন অতীত কার্যক্রমের আত্মমূল্যায়ন করছে, ভুলভ্রান্তি কী ছিল সে বিষয়েও আলোচনা করছে।

এ বিষয়ে সাম্যবাদী দলের সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, যদি আওয়ামী লীগের কোনো দোষ থাকে তবে তো জোটের নেতারা সে বিষয়ে কথা বলবেনই। আমাদের তো গুরুত্ব কম ছিল; কিন্তু এই যে দুঃসময় এখন—তাদের নেতারা কোথায়? হাইব্রিড দিয়ে দল ভর্তি করেছিলেন, তারা এখন কোথায়? আমরা সার্বিক বিষয়ে মূল্যায়ন করছি।

ছাত্র আন্দোলনের ফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন দলটির সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে দলটির বেশিরভাগ নেতা আত্মগোপনে যান। কেউ দেশের বাইরে চলে যান, এমনকি ১৪ দলীয় জোটের শরিকদের অনেকেই নিরাপদ আশ্রয়ে আছেন, ফোন রেখেছেন বন্ধ।

জোটের এক নেতা বলেন, এতদিন একসঙ্গে জোটে থেকে দেশ চালিয়েছেন, সরকারের মন্ত্রিত্ব উপভোগ করেছেন; এখন আওয়ামী লীগ যখন বিপদে, তারা কেন দায় অস্বীকার করছেন? দায় আওয়ামী লীগের থাকলে জোটের অংশীদার হিসেবে অবশ্যই ১৪ দলের শরিকদেরও নিতে হবে। একক দলের সিদ্ধান্তে সব হয়েছে দোষারোপ করলে তখন কেন প্রতিবাদ করেননি? যদি মতের মিল না থাকে, জোটের উদ্দেশ্য ব্যাহত হয়, তবে কেন তখন জোট ত্যাগ করেননি?

জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে জোটের নেতারা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দোষারোপের পাশাপাশি জোট ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো শরিক ঘোষণা করেনি। জোটের বন্ধন যে নড়বড়ে, তা গত জাতীয় নির্বাচনের সময় পরিলক্ষিত হয়। আওয়ামী লীগ আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে। এমনকি আওয়ামী লীগের নেতাদের অসহযোগিতার কারণে ছেড়ে দেওয়া আসনে জোটের গুরুত্বপূর্ণ নেতারাও নির্বাচনে পরাজিত হন।

বারবার জোটের শরিকরা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি শুনেননি বরং সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে দাবি করে বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, এই লাশের দায় আমরা নেব না। হেফাজতের আন্দোলনের সময় আমাদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তও আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। জোটের তো এখন কোনো অস্তিত্বই নেই। দুঃসময় বলে নয়, বিবেকের তাড়নায় বলছি, এত লাশের দায় নিয়ে অন্য কেউ জোটে থাকলে থাকতে পারে, আমরা থাকব না।

রাজনৈতিক প্রয়োজনে ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিরোধী প্ল্যাটফর্ম হিসেবে ১৪ দলীয় জোট গঠন করেছিল আওয়ামী লীগ। আদর্শিক জোট হিসেবে আখ্যায়িত করে শরিক অন্য দলগুলো হলো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), তরীকত ফেডারেশন ও জাতীয় পার্টি-জেপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com