1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

ইরাকে মার্কিন বাহিনীর অভিযানে ১৫ আইএস যোদ্ধা নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পশ্চিমাঞ্চলে যৌথ অভিযান চালিয়েছে মার্কিন ও ইরাকি বাহিনী। তাদের এই যৌথ অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) ১৫ জন যোদ্ধা নিহত হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাত দিয়ে শনিবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে বলেছে, তারা বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে পশ্চিম ইরাকে আইএস নেতৃত্ব সদস্যের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে। বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গ্রেনেড ও আত্মঘাতী বিস্ফোরকে সজ্জিত আইএস সদস্যরা আমেরিকান এবং ইরাকি সেনাদের মুখোমুখি হয়েছিল। যৌথ এ অভিযানে আইএসের ১৫ জনকে হত্যা করা হয়েছে। এ সময় কোনো বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এ অভিযানে সাত মার্কিন সেনা আহত হয়েছে। তবে সেন্টকম এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, দেশের মরুভূমি ও গুহা এলাকায় বিমানবাহী অভিযান চালানো হয়। তারপর আইএসের গোপন আস্তানা টার্গেট করে বিমান হামলা করা হয়েছে।

সেন্টকম বলেছে, তারা মধ্যপ্রাচ্য ও এ অঞ্চলের বাইরে আমেরিকান, ইরাকি এবং মিত্রদের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠীটির পরিকল্পনা, সংগঠিত এবং আক্রমণ করার ক্ষমতা ‘ব্যহত ও অবনমিত’ করার প্রচেষ্টায় আইএস নেতৃত্বের সদস্যদের লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে।

ইরাকে বর্তমানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তারা ইরাকি বাহিনীকে পরামর্শ ও সহায়তা দিতে সেখানে অবস্থান করছেন। বেশ কয়েক মাস ধরে ইরাক থেকে মার্কিন বাহিনীকে বের করে দেয়ার কথা শোনা গেলেও গত ১৫ আগস্ট বাগদাদ ঘোষণা করেছে যে তাদের দেশ থেকে মার্কিন সামরিক অভিযান শেষের পরিকল্পিত সময়সীমা স্থগিত করা হবে।

সাম্প্রতিক সময়ে জার্মানিতে একটি হামলা এবং অস্ট্রিয়ায় একটি হামলার পরিকল্পনায় আইএসের নাম সামনে আসার পর, বৃহস্পতিবার ইরাকে আইএসের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হলো।

অস্ট্রিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ভিয়েনায় টেইলর সুইফটের একটি কনসার্টে হামলার পরিকল্পনার অভিযোগ ১৯ বছর বয়সী এক অস্ট্রিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। অস্ট্রিয়ান কর্তৃপক্ষ সিআইএর গোয়েন্দা তথ্য আমলে নিয়ে শত শত জীবন বাঁচিয়েছে।

কিছুদিন আগে জার্মানির সোলিংজেনে ছুরি হামলায় তিনজন নিহত এবং আটজন আহত হয়। এ ঘটনায় ২৬ বছর বয়সী হামলাকারী ইসা আল এইচের সাথে আইএসের সম্পর্ক নিয়ে তদন্ত চলছে।

গত মাসে ওমানের রাজধানী মাস্কাটে একটি শিয়া মুসলিম মসজিদের কাছে একটি বিরল গোলাগুলির ঘটনার আংশিক দায় নেয় আইএস। ওই ঘটনায় এক পুলিশ সদস্যসহ ছয়জন নিহত ও ২৮ জন আহত হয়।

ইসলামিক স্টেটের একসময় ইরাক ও সিরিয়ায় শক্ত অবস্থান ছিল, কিন্তু মার্কিন নেতৃত্বাধীন জোটের ব্যাপক অভিযানে মুখে তাদের খিলাফতের পতন ঘটে।

গত জুন মাসে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ বাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে গোয়েন্দা তথ্যের ভাগাভাগি ইউরোপীয় শহরগুলোতে আইএসের সমন্বিত আক্রমণগুলোকে অনেকাংশে দমন করেছে। তবে আইএস অনলাইনে তাদের জিহাদি প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং এখনও চরমপন্থীদের অনুপ্রাণিত করার ক্ষমতা তাদের রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

লন্ডনের একজন ঊর্ধ্বতন হোয়াইটহল কর্মকর্তা আইএসের বর্তমান অবস্থাকে ‘ডাউন বাট নট আউট’ বলে অভিহিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com