1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

মুজিবকে নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল আ. লীগ: হাসনাত

  • আপডেট টাইম :: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিলো না, বরং আওয়ামী লীগ ছিলো একটা ধর্ম। ধর্মের অবয়বে শেখ মুজিবকে নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল তারা। বুধবার (৪ সেপ্টেম্বর) টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সবসময় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে।

হাইকোর্ট, বিচার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে পুজিবাদের মাধ্যমে ফ্যাসিবাদকে ধরে রাখার চেষ্টা করেছে তারা।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে এই যে মেনে নেওয়ার বিষয়টি আমাদের সব জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম। হাসিনা খুনি হাসিনা এবং মুজিব বাদ যেটি আমাদের সংবিধানে রিফ্লেকশন ঘটেছে। এখন আমরা বিভিন্ন জায়গায় দেখছি এটা নিয়ে তর্ক হচ্ছে আলাপ হচ্ছে বুদ্ধিভিত্তিক মহলেও সেটা নিয়ে বেশ চর্চা দেখছি।বাহাত্তরের যে সংবিধানটা হয়েছে সেটি একটি জাতীয় সংবিধানের জায়গায় হয়ে গিয়েছিল আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেটিকে আমরা জাতীয় সংবিধান হিসেবে মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধান আমরা বাংলাদেশের সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। একটা দলের সংবিধান কে যখন একটা জাতির সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতেই প্রথম ফ্যাসিবাদের বীজটা বপন করে দেওয়া হয়।

হাসনাত আরো বলেন, আপনারা বুদ্ধিভিত্তিক মহলে যারা ফ্যাসিবাদের রাজনীতিকে পুনর্বহাল করতে চান আপনারা ফেইল মারছেন অনেক আগেই। এই ছাত্র নাগরিক যাদেরকে আপনারা অগণিত সময়ের জন্য মানসিক ট্রমার মধ্যে ফেলে দিয়েছেন তাদের রাজনৈতিক চিন্তাধারা বিকশিত হওয়ার পথটাকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন। সেটির দায়ভার আপনাদেরকে নিতে হবে। সেটির দায়ভার আপনারা না নিয়ে আবার যদি রাজনীতি করার, পুনর্বাসন করার চিন্তা করেন তাহলে সে ক্ষেত্রে এই ছাত্র নাগরিক যারা শহীদ হয়েছে আমরা অনুভব করি তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের জবাবদিহিতা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com