1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

সাবেক এমপি রউফ-একরামুল করিম, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ২ অক্টোবর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফ, নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাবেক সংসদ সদস্য আবদুর রউফ গ্রেপ্তার: গতকাল রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফকে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম গ্রামে।

নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রামের খুলশি আবদুল মালেক লেনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক শরীফ উল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর গুলশান থেকে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করে বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com