বাংলার কাগজ ডেস্ক : কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফ, নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
সাবেক সংসদ সদস্য আবদুর রউফ গ্রেপ্তার: গতকাল রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফকে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম গ্রামে।
মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রামের খুলশি আবদুল মালেক লেনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক শরীফ উল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করে বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।