1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি দোলন, সম্পাদক তালহা

  • আপডেট টাইম :: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

ঢাকা : ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের প্রতিবেদক দেলাওয়ার হোসাইন দোলন। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক মেহেদী হাসান তালহা।

শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস) নির্বাচন বাস্তবায়নে গঠিত কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেলাওয়ার হোসাইন দোলন ঢাকা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী এবং মেহেদী হাসান তালহা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

নবগঠিত কমিটিতে সহসভাপতি হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সহসম্পাদক নাজমুল হাসান। এছাড়াও অর্থ সম্পাদক হয়েছেন এসএ ভিটির প্রতিবেদক রহমতউল্লাহ, দপ্তর সম্পাদক বিবার্তা ২৪-এর শাখাওয়াত আল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এখন টেলিভিশনের প্রতিবেদক ওমর ফারুক।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিবেদক মো. ফয়সাল আহমেদ, প্রজন্ম নিউজ ২৪-এর ক্যাম্পাস প্রতিবেদক জিসান আহমেদ, নাগরিক টিভির ক্যাম্পাস প্রতিবেদক মাহফুজুর রহমান।

নির্বাচনে প্রধান কমিশনার ছিলেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিবেদক তবিবুর রহমান। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন ঢাকসাস-এর সাবেক সাধারণ সম্পাদক ও এখন টেলিভিশনের প্রতিবেদক হাসিব বিল্লাহ, সাবেক ঢাকসাস সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিবেদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি ও আরটিভির প্রতিবেদক বিল্লাল হোসাইন সাগর।

উল্লেখ্য, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com