1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

হাইতিতে ৭০ জনকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : হাইতিতে কমপক্ষে ৭০ জনকে হত্যা করেছে একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। তাদের হামলায় অন্তত ছয় হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পশ্চিম হাইতির আর্টিবোনাইটের কৃষি অঞ্চলের পন্ট-সোন্ডেতে বৃহস্পতিবার ভোররাতে হামলা চালানো হয়। এসময় আরো বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। গ্র্যান গ্রিফ গ্যাং-এর নেতা লাকসন এলান এই গণহত্যার দায় নিয়েছেন। তিনি জানিয়েছেন, পুলিশ এবং নজরদারি দলগুলো যখন তার সেনাদের হত্যা করেছিল তখন বেসামরিক নাগরিকরা নিষ্ক্রিয় ছিল। এর প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, হামলার কারণে প্রায় ছয় হাজার ২৭০ জন লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এদের বেশিরভাগই আশেপাশের সেন্ট-মার্ক এবং অন্যান্য শহরে বসবাসকারী পরিবারগুলোর কাছে আশ্রয় নিচ্ছে, অন্যরা অস্থায়ী শিবিরে অবস্থান করছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাং সদস্যরা কয়েক ডজন বাড়ি এবং যানবাহনে আগুন দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com