1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

বাংলাদেশিদের রেকর্ড হারে ভিসা দিচ্ছে সৌদি, নেপথ্যে যে কারণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে বাংলাদেশিদের জন্য প্রতিদিন রেকর্ড ৪ হাজার থেকে ৬ হাজার শ্রম ভিসা ইস্যু করছে সৌদি আরব। সামনের দিনে এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে বিভিন্ন খবরের বরাতে এই তথ্য জানিয়েছে গাল্ফ নিউজ।

গত মাসে বাংলাদেশ থেকে ৮৩ হাজার শ্রমিক নিয়োগ দেয় সৌদি আরব, যা বিশ্বব্যাপী যে কোনো দেশের জন্য এক মাসে সর্বোচ্চ নিয়োগের রেকর্ড। সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষী ভিশন ২০৩০ প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার কারণে শ্রমিকদের এই চাহিদা বেড়েছে।

বর্তমানে বেশ কয়েকটি বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। যার মধ্যে রয়েছে ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালের রিয়াদ এক্সপো। পাশাপাশি বিমানবন্দর, রেলপথ ও স্টেডিয়ামের মতো বড় পরিকাঠামো প্রকল্পও পরিচালিত হচ্ছে। এই উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়ন করতে মধ্যপ্রাচ্যের তেল প্রধান ধনী দেশটিতে একটি বৈচিত্র্যময় শ্রমশক্তির প্রয়োজনীয়তা তৈরি করেছে।

এ ছাড়া শুভেচ্ছ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশকে ৩৭২ টন মাংস অনুদান দিয়েছে সৌদি আরব। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই মাংস দেশের ৬৪ জেলার ৯৫টি এলাকার অনাথ, মাদরাসা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com