1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন

পদত্যাগের ঘোষণা দিলেন দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টির প্রধান হান ডং-হুন।

ডিসেম্বরের শুরুতে আকস্মিক সামরিক আইন জারির সিদ্ধান্তের প্রতিবাদে সম্প্রতি পার্লামেন্ট ইয়ুনকে অভিশংসনের পক্ষে ভোট দেয়। প্রেসিডেন্টের পিপিপি পার্টির কিছু সদস্যও এই পদক্ষেপকে সমর্থন করেন।

ন্যাশনাল অ্যাসেম্বলিতে সোমবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে হান ডং-হুন বলেন, আমি পিপলস পাওয়ার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

তিনি ব্যাখ্যা করেছেন, সুপ্রিম কাউন্সিলের পাঁচ সদস্য ইউনের অভিশংসনের প্রতিক্রিয়ায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করার পর তার পক্ষে দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়েছে।

তিনি বলেন, আমি অভিশংসনের বিকল্প খুঁজলেও অন্য কোনো প্রস্তাব পাইনি। দোষ আমার, আমি দুঃখিত।

জুলাই থেকে দায়িত্ব পালন করা পিপিপি নেতা সংবাদ সম্মেলনে জানান, ইয়ুনের ওপর কড়াকড়ি আরোপকে সমর্থন করার বিষয়ে তার কোনো অনুশোচনা নেই। সামরিক আইন ঘোষণা ভুল এবং অবৈধ ছিল।

হান ডং-হুনের পদত্যাগের পর পিপিপি নবনির্বাচিত ফ্লোর লিডার কোয়ন সিয়ং-ডং এখন দলের ভারপ্রাপ্ত প্রধান হবেন বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক সঙ্কট ৩ ডিসেম্বর ঘোলাটে হয়, যখন ইয়ুন একটি আকস্মিক টেলিভিশন ভাষণে জরুরি সামরিক আইন ঘোষণা করেন। তিনি যুক্তি দিয়েছিলেন, উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল আইনপ্রনেতারা একটি বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। তবে তিনি দাবির সমর্থনে কোনো প্রমাণ দিতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com