ঢাকা : ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিরোধী রাজনৈতিক দল বিএনপির আশঙ্কাকে উড়িয়ে দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বনানীর সেতু ভবনে জাপানের রাষ্ট্রদূত ইতো নোয়াকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
সিটি কর্পোরেশন নির্বাচনে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা চাই, নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রতিযোগিতামূলক হোক, একটা ফ্রি, ফেয়ার ইলেকশন হোক, একটা ক্রেডিবল ও এক্সেপ্টেবল ইলেকশন হোক।’
“জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। এ ধরনের একটা নির্বাচন আমরা চাই। এখানে হারি জিতি নাহি লাজ-বলে একটা কথা আছে।”, বলেন তিনি।
সিটি নির্বাচনে জয় দলের জন্য চ্যালেঞ্জ কি না এমন এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘চ্যালেঞ্জ প্রত্যেকটা বিষয়ই আছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইলেকশন ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল হবে। আমরা মনে করি না যে, আকাশটা আমাদের উপর ভেঙ্গে পড়বে, নির্বাচনে আমাদের যদি কোন বিপর্যয় ঘটে।’
সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী পরিবর্তন করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা গ্রহণযোগ্য ও জনপ্রিয় এবং জেতার মতো প্রার্থী মনোনয়ন দিয়েছি। এখন এখানে আগের মেয়র খারাপ কি ভালো, সে মন্তব্যে আমি যাব না।’
“আমরা আমাদের সামনের দিকে তাকাচ্ছি। এ নির্বাচনে জন্য আমরা গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থী বেছে নিয়েছি। বিভিন্ন জরিপ রিপোর্ট এবং আমাদের পার্টির সিটি কমিটি তাদেরও একটা সাজেশন ছিল। সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা ক্যান্ডিডেট ঠিক করেছি।”
পদ্মা সেতুতে আগামীকাল ২০তম স্প্যান বসতে যাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখন থেকে প্রতি মাসে তিনটি করে স্প্যান বসবে। কোন প্রকার দুর্যোগ-দুর্বিপাক না হলে, পদ্মা নদীতে প্রতি মাসেই তিনটি করে স্প্যান বসবে।
“এটি করে জুলাইয়ে মাঝামাঝিতে স্পেন বসার কাজ শেষ হবে। যে টার্গেট আমরা দিয়েছি, তার আগেই পদ্মা সেতুতে যান চলাচলের জন্য উদ্বোধন করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পদ্মাসেতুতে সার্বিকভাবে ৭৫শতাংশ এবং ব্রিজের কাজ ৮৫শতাংশ সম্পন্ন হয়েছে, জানান মন্ত্রী।
চট্টগ্রামের বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলের ৫০ শতাংশ বোরিং কাজ সম্পন্ন হয়েছে বলেও এ সময় জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘এমআরটি লাইন ৬ এর কাজ দ্রুত এগিয়ে গেছে। এমআরটি লাইন ১ ও ৫ এর কিছু কিছু, রাজউক এবং ডিটিসি’এর মধ্যে একটা সমন্বয় প্রয়োজন। সে বিষয়টা জাপানিস অ্যাম্বাসেডর আমাকে জানিয়েছেন। আমরা বিষয়টি আলাপ আলোচনা করে সমাধান করব। আর এমআরটি লাইন ১ এন্ড ৫ এর কাজ দ্রুত গতিতে শুরু হবে, এটা তাদের প্রতিশ্রুতি এবং তাদের প্রতিশ্রুতি তারা যথাসময়ে পূরণ করেন।’