1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

চৌগাছায় দুগ্ধখামারিদের জন্য বরাদ্ধের টাকা যাচ্ছিল আ.লীগ নেতাকর্মীর পকেটে

  • আপডেট টাইম :: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
যশোর: যশোরের চৌগাছায় দুগ্ধখামারিদের জন্য বরাদ্দ দুই কোটি টাকার ঋণ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিতরণের প্রক্রিয়া চূড়ান্ত করে উপজেলা সমবায় অফিস। চলতি নভেম্বর মাসে ঋণ বিতরণের কথা। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ায় এখন কর্তৃপক্ষ তালিকা সংশোধনে বাধ্য হচ্ছে।

অভিযোগ রয়েছে, আগের সরকারের প্রভাবশালী নেতাদের সুপারিশে উপজেলা সমবায় অফিসার এই তালিকা চূড়ান্ত করেন। এখন বিষয়টি জানাজানি হওয়ায় চাপের মুখে তিনি তালিকা সংশোধনে উদ্যোগী হলেও অনিয়মের কথা অস্বীকার করছেন।

জানা গেছে, দুগ্ধ ঘাটতি উপজেলায় দুধের চাহিদা পূরণে ৩৮ জেলার ৫০টি উপজেলায় দুটি করে দুগ্ধজাত খামার প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্পের আওতায় ৫০ উপজেলায় ১০০টি দুগ্ধখামার সমবায় সমিতি গঠন করা হবে।

জানা গেছে, প্রকল্পের আওতায় যশোরের চৌগাছা উপজেলায় ‘কয়ারপাড়া দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড’ এবং ‘মাকাপুর দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড’ নামে দুটি সমবায় সমিতি নিবন্ধন করানো হয়।

তালিকা ঘেঁটে দেখা গেছে, প্রকল্প এলাকার বাসিন্দা না হওয়া সত্ত্বেও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসান রেজা, যুগ্ম আহ্বায়ক আকরামুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন, সদস্য রানা মিশ্রের নাম রয়েছে সুবিধাভোগীর তালিকায়। এ ছাড়া রয়েছে উপজেলা ছাত্রলীগের বিগত কমিটির সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের স্ত্রী ইয়াসমিন খাতুনের নাম।

একইভাবে মাকাপুর দুগ্ধ সমবায় সমিতির সদস্য করা হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা কলেজ শিক্ষক মহিদুল ইসলামের স্ত্রী ইয়াসমিন আক্তার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য অনিক কুমার মিত্র, স্বরূপদহ ইউনিয়নের মাধবপুর গ্রামের ইউপি সদস্য যুবলীগ নেতা মন্টু ছাড়াও সুখপুকুরিয়া ও স্বরূপদহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের পদধারী নেতাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com