1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিলখানা হত্যাকাণ্ডে সম্মতি ছিল শেখ হাসিনার, জানানো হয় বিডিআর সদস্যদের “দেশের মাটিতে আ.লীগের রাজনৈতিক করার কোন অধিকার নেই” নির্বাহী কমিটি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, থাকবেন যারা আশ্বাসে আস্থা নেই, উপদেষ্টা ছাড়া ঘরে ফিরবেন না আন্দোলনকারীরা চূড়ান্ত বিপ্লব ডাকের হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ জানুয়ারিতেই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই আফগানিস্তানে হাজারো দর্শকের সামনে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি, ছবি ভাইরাল লিবিয়া ও তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন ১৬১ বাংলাদেশি সমন্বয়কদের নিয়ে জরুরি সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ত্রিভূজ প্রেমের বলি কলেজ ছাত্র সুমনের মরদেহ অপহরণের ৭ দিন পর উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

শেরপুর: ত্রিভূজ প্রেমের বলি হয়েছে শেরপুর সরকারী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমন মিয়া। প্রেমিকা আন্নি আক্তারের সহযোগিতায় আরেক বয়ফ্রেন্ড রবিন সুমনকে বিয়ের কথা বলে নিজ বাসায় ডেকে নিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রাখে। অপহরণের ৭ দিন পর সোমবার গভীর রাতে ওই মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করে পুলিশ। সুমন শহরের কসবা বারাকপাড়া নিমতলা এলাকার কৃষক নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় প্রেমিকা আন্নি আক্তার, প্রেমিকার বাবা আজিম উদ্দিন ও প্রেমিকার অপর প্রেমিক রবিনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে শহরের বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকায় প্রেমিকা আন্নির উপস্থিতিতে আরও ২-৩ জন যুবক জোরপূর্বক সুমনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন সুমনের বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। কয়েক দিনেও সুমনের সন্ধান না পেয়ে রোববার তার মা-বাবা, স্থানীয় এলাকাবাসী ও বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে সুমনকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

পরে রাতেই অভিযোগটি এজাহারভুক্ত করে শহরের বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে আন্নির পিতা শিক্ষক আজিম উদ্দিন ও প্রেমিকা আন্নি আক্তারকে (১৯) গ্রেফতার করে পুলিশ। পরে আন্নির দেওয়া তথ্যে ও গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ থেকে আন্নির অপর প্রেমিক পুলিশ সদস্য ফোরকান আলীর ছেলে রবিন ওরফে রনিকে আটক করে পুলিশ। রবিনকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার জট খোলে। পরে সোমবার গভীর রাতে শেরপুর শহরের সজবরখিলাস্থ রবিনের বাড়ির উঠানে তার দেখানো জায়গা থেকে সুমন মিয়ার লাশ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত সুমনের স্বজনরা আন্নি ও রবিনসহ জড়িতদের ফাঁসি দাবি করেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, সুমন ও আন্নির মাঝে প্রেমের সম্পর্ক ছিল এবং অপহরণের পর আন্নি সুমনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যায় রবিনের বাড়িতে। অন্যদিকে রবিনের সাথেও প্রেমের সম্পর্ক ছিল আন্নি আক্তারের। ত্রিভূজ এ প্রেমের বলি বানাতেই সমুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মোবাইল ফোন ট্র্যাকিং করে সুমনের ফোনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহ থেকে অভিযুক্ত রবিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তাদেরই বাসা আঙিনা থেকে মাটিচাপা অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com