1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন

চুক্তির ২৭ বছর পরেও পাহাড়ে শান্তি আসেনি

  • আপডেট টাইম :: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অথচ চুক্তি স্বাক্ষরের ২৭ বছর পরেও বাস্তবায়ন হয়নি দুই তৃতীয়াংশ ধারা। পাহাড়ে জনগোষ্ঠী যাতে নিজেদের স্বতন্ত্র অধিকার, সংঘাত, নিপীড়ন ও বৈষম্যের শিকার না হয়, সে লক্ষ্যে এই চুক্তি করা হয়েছিল। চুক্তির ২৭ বছর পরেও আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে কোন্দলের কারণে সংঘাত ও সরকারি বাহিনীর মধ্যে নানান সময়ে রক্তক্ষয়ী সংঘাত থামেনি।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পাহাড়ি জনগোষ্ঠীর একটি রাজনৈতিক সংগঠন। আদিবাসীদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ১৯৮০ এবং ৯০ দশকে পাহাড়ে সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করেছিল। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ শান্তি চুক্তি হয়েছিল বাংলাদেশ সরকার (আওয়ামী লীগ সরকার) এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মধ্যে। নতুন সরকার এসে এ প্রথম পার্বত্য চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালনের সীদ্ধান্ত নিয়েছে। পার্বত্য অঞ্চল, ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে শান্তি চুক্তি ২৭ বছর পূর্তির উদযাপন করা হবে। নতুন অন্তর্বর্তীকালীন সরকার কাছে পার্বত্য শান্তি চুক্তি নিয়ে পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক দলের নেতারা পূর্ণাঙ্গ বাস্তবায়নে যেমন আশাবাদী, ঠিক তেমনি পাহাড়ে সাধারণ মানুষও আশাবাদী। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়ে পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা হবে বলে মনে করেন সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ ও পার্বত্য আঞ্চলের নেতারা।

ইউনাইটেড পিপল’স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উবামং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে চুক্তি বিরোধী পক্ষ-বিপক্ষের মধ্যে সংঘাত, রক্তপাত ও হানাহানি কারণে পাহাড়ে অশান্তি বিরাজ করছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে আহ্বান পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি ধারাগুলো বাস্তবায়ন হয়নি, তা যথাযথ দ্রুততার সাথে বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ও মানবাধিকার কর্মী অংচমং মারমা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তি হয়েছে প্রায় তিন দর্শক পার হতে চললো। অনেক চুক্তি এখনো বাস্তবায়ন করার সম্ভব হয়নি। পুরোদমে চুক্তির বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ে সংঘাত, হানাহানি হচ্ছে। এখানকার মানুষের শান্তি ফিরাতে পার্বত্য চুক্তি ধারাগুলো বাস্তবায়ন করা অত্যন্ত জরুরী।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুব রহমান বলেন, পার্বত্য চুক্তি হয়েছিল পাহাড়ে স্থায়ীভাবে শান্তির প্রতিষ্ঠা করা লক্ষ্য। এই চুক্তির ২৭ বছরে এসেও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হয়নি বরং অশান্তি অনেক গুণ বেড়েছে। এখানে তাদের মধ্য বিভক্ত হয়ে বিভিন্ন সশস্ত্র গ্রুপ তৈরি হয়েছে। জেএসএস, জেএসএস সংস্কার, মূল ইউপিডিএফ, ইউপিডিএফ গণতান্ত্রিক, মগ লিবারেশন পার্টি(এমএলপি) ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টসহ (কেএনএফ) একাধিক সশস্ত্র গ্রুপের জন্ম হয়েছে। প্রতিনিয়ত চলছে অভৈধ অস্ত্রের মহড়া, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, গুম, খুন ও অপহরণ। তাছাড়া এসব সন্ত্রাসী দলগুলোই তারা আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র দাবি করছে।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী সরকার যে চুক্তিটা করেছে, তা অনেকগুলি অসাংবিধানিক চুক্তি হয়েছে। এখানে ১৬ লক্ষ ভোটার বাঙালি কে ছুরি দিয়ে জবাই করার মত কাজ করেছে। পরবর্তীতে বিএনপি ও জামাত তারা জোরালোভাবে প্রচার করেছিল এটা কালো চুক্তি। ওই সময় তারা ক্ষমতা যেতে পারলে এই চুক্তি বাতিল করা কথা বললেও পরে চুক্তি বাতিলে বিপক্ষে না গিয়ে চুক্তির আরও জোরদার করা হয়েছে। বিগত ১৫ বছর আওয়ামীলীগ সরকার আমলে পাহাড়ের নেতৃত্ব-কর্তৃত্ব, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-চাকরি সবকিছু একচেটিয়া ভাবে পাহাড়িদেরকে ৯০% সুযোগ সুবিধা দেওয়া হয়েছে।

তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং বলেন, শান্তি চুক্তি কোনো একক দলীয় সরকারের সাথে বা একক দলের সাথে শান্তি চুক্তি করি নাই। খন্দকার মোস্তাক ব্যতিত বঙ্গবন্ধু আমল থেকে পতিত শেখ হাসিনার সরকার পর্যন্ত ২৬ বার বৈঠক হয়েছে। বিএনপির আলমে কর্নেল অলির নেতৃত্বে মূল কমিটির সাথে ৬ বার বৈঠক করা হয়েছে। এরশাদ আমলে ৭ বার, রাশেদ খান মেননের নেতৃত্বে উপকমিটির সাথে ৬ রাব ও আওয়ামী লীগ সরকারের সাথে ৭ বার বৈঠকের পরে শান্তি চুক্তিতে উপনীত হয়েছে।

তিনি আরো বলেন, এই চুক্তি সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জনগণের পক্ষ থেকে অঙ্গিকার করেছে। স্বাধীন সার্বভৌমত্বের প্রতি অবিচল আনুগত্য, আস্থা ও বিশ্বাস বজায় থাকবে। এটা একটা জাতীয় চুক্তি, আঞ্চলিক চুক্তি নয়। পার্বত্য শান্তি চুক্তি পার্বত্য অঞ্চলের জন্য তো বটেই, গোটা বাংলাদেশের জন্য একটি মাইলফলক। এই চুক্তি মানবাধিকার দৃষ্টিতে দেখলে, শুধু মার্মা বা চাকমারা নয় ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী ও বাঙ্গালীদের অধিকার প্রতিষ্ঠার চুক্তি। এখানে প্রথাগত অধিকার আছে, বংশপরম্পরায় বসবাসের অধিকার আছে, সামাজিক অধিকার আছে। এই চুক্তির মধ্যে পাহাড়িদের পাশাপাশি ব্রিটিশ আমল থেকে বসবাসরত অবহেলিত বাঙ্গালীদের অধিকার নিশ্চিত করা হয়েছে।

প্রবীণ শিক্ষক ক্যশৈপ্রু খোকা বলেন, চুক্তির স্বাক্ষরিত হলেও চূড়ান্ত রূপে চুক্তির ভিত্তিক পরিপূর্ণতা লাভ করে নাই। যথাসম্ভব বিশেষ করে বর্তমান সরকার, এলাকার জনগণ এবং রাজনীতিবিদ ও দেশের জনপ্রতিনিধিসহ সকলে ঐক্যমত ভাবে অসম্পূর্ণ চুক্তিকে বাস্তবায়ন করলে পার্বত্য চট্টগ্রামে সমস্যা সমাধান সম্ভব বলে মনে করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com