চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা আরো নিচে নেমে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় পৌঁছেছে। আজ শনিবার সকাল ৬টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীত ও ঘন কুয়াশার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আবহাওয়ার এই বৈরি অবস্থার ভেতরে প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে আসতে হচ্ছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে। ফলে হাটবাজারের শ্রমিক ও কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অন্যদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে। বর্হিবিভাগে রোগীর চাপ বেশি। বেশিরভাগই ঠাণ্ডা-সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আজ শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন। বর্তমানে এই জেলা মৃদু শৈত্যপ্রবাহ।