1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

রেফারি নাকি ব্রুস লি?—মাঠে ঢুকে পড়া কোচকে রেফারির ‘কুংফু কিক’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

ফুটবল মাঠে লাল কার্ড দেখা নতুন কিছু নয়, কিন্তু লাল কার্ড হাতে নিয়ে রেফারির উড়ন্ত কারাতে কিক? এই অবিশ্বাস্য দৃশ্য দেখা গেল পেরুর কোপা পেরু ম্যাচে, যেখানে রেফারি লুইস আলেগ্রে উত্তেজিত এক কোচকে সামলানোর জন্য ঝাঁপিয়ে পড়লেন একেবারে মার্শাল আর্ট স্টাইলে! রেফারির কিকের নিশানায় থাকা কোচের হাতে ছিল শুধু একটি প্লাস্টিকের বোতল, তবে আলেগ্রের প্রতিক্রিয়া দেখে মনে হলো যেন তিনি ব্রুস লির কোনো সিনেমার দৃশ্য মঞ্চস্থ করছেন!

পেরুর আনকাশ অঞ্চলে স্পোর্ট হুয়াকিলাস বনাম মাগডালেনা সিডেক ম্যাচের ৮২তম মিনিটে উত্তেজনা চরমে পৌঁছে যায়। রেফারি লুইস আলেগ্রে তখন এক খেলোয়াড়কে লাল কার্ড দেখাচ্ছিলেন, হঠাৎই প্রতিপক্ষ দলের বেঞ্চ থেকে এক কোচ তার দিকে দৌড়ে আসেন, হাতে ছিল একটি প্লাস্টিকের বোতল। পরিস্থিতি দেখে এক মুহূর্তও দেরি করেননি আলেগ্রে—সরাসরি একটি উড়ন্ত কারাতে কিক বসিয়ে দেন কোচের চোয়ালে!

উড়ন্ত কিক খাওয়া কোচকে হাসপাতালে নেওয়া হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। একইভাবে, রেফারির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা, তাও পরিষ্কার নয়। তবে এমন এক ঘটনায় ফুটবলবিশ্ব রীতিমতো হতভম্ব!

এটি অবশ্য প্রথমবার নয় যখন পেরুর ফুটবলে এমন কারাতে কিক কেলেঙ্কারি ঘটল। ২০১৩ সালে ব্রাজিলিয়ান ফুটবলার ওয়েলিংটন স্মিথ একটি ম্যাচে প্রতিপক্ষকে লাথি মারার কারণে সরাসরি লাল কার্ড দেখেছিলেন এবং ১৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।

এইবার দেখার বিষয়, রেফারি লুইস আলেগ্রের ভাগ্যে কী আছে—লাল কার্ড দেখিয়ে বেঁচে যাবেন, নাকি নিজেই নিষিদ্ধ হবেন!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com