শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে মুম্বাইয়ের কান্দিভালিতে মেট্রো নির্মাণে কর্মরত দুই শ্রমিককে পিষে দেয় মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারের গাড়ি। বেপরোয়া ও অবহেলায় গাড়ি চালানোর অভিযোগে দায়ের করা কোঠারে এবং তার চালকও দুর্ঘটনায় আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত পৌনে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। যোগেশ্বরীতে এক বন্ধুকে নামিয়ে দিয়ে ঘোডবন্দর রোড হয়ে থানেতে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন কোঠারে, সেই সময় কান্দিভালির পয়সার মেট্রো স্টেশনের কাছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।