1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

ভারতীয় কসমেটিকস পাচার: জীবন বাঁচাতে ছাত্রদল নেতার নাম বলেছে জড়িতরা

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের কসমেটিকস পাচারকারী চক্রের অন্যতম সদস্য সাদ্দাম হোসেন ও হাবিবুর রহমান জানিয়েছে, জীবন বাঁচাতে তারা জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দের নাম বলেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুরে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে এ স্বীকারোক্তি দেয় তারা। তবে ওইসব মালামাল তাদের ছিল বলেও সরল স্বীকারোক্তিতে বলে দেয় তারা। অবশ্য চাপের মুখে এ কথা বলেছে বলেও দাবী তাদের।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে নিজেদের পিকআপ ভ্যান ভর্তি চোরাই পথে আনা ভারতীয় কসমেটিকস শেরপুরে নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতার বাধার মুখে পড়ে। পথিমধ্যে ওইসব মালামাল সড়িয়ে ফেলায় পরবর্তীতে খালি পিকআপ আটক করে জনতা। এরপর এর সাথে জড়িত সাদ্দাম, হাবিবুর ও হাফিজুরসহ কয়েকজন মোটরসাইকেল দিয়ে নন্নী বাজারে আসে। এসময় নন্নী বাজারে অবস্থানকারী লোকজন ওই তিনজনকে আটক করে বেঁধে রেখে উত্তম-মধ্যম দেয়। উত্তম-মধ্যম থেকে বাঁচাতে সাদ্দাম ও হাবিবুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দের মালামাল বলে জানায়। এসময় পিকআপে করে পাচার করা মালামাল চোরাই পথে আনা ভারতীয় কসমেটিকস বলেও জানায় তারা।

এদিকে রাতেই খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তবে হাতেনাতে মালামাল না পাওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে শুক্রবার বিকেলে ছেড়ে দেয়া হয় তাদের। এরপর শনিবার পাচারকারীদের ওই স্বীকারোক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জেলা ছাত্রদল সভাপতির নজরে আসে। এসময় তিনি এর প্রতিবাদ জানালে ওই ঘটনার সাথে তার সম্পৃক্ততা নেই জানিয়ে সন্ধ্যায় শেরপুরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ওই ব্রিফিংয়ে সাদ্দাম ও হাবিবুর নিজেদের বাঁচাতে জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দের নাম জড়িয়েছে বলে জানায়। তবে এ কথার ফাঁকে তারা এও বলে যে, এসব মাল আনন্দ ভাই এর ছিল না। আমরা নিজেদের জীবন বাঁচাতে আনন্দ ভাইয়ের নাম বলেছি।

অনুসন্ধানে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে একটি চক্র সীমান্তে চোরাচালানে সক্রীয় হয়ে ওঠেছে। প্রায় প্রতি রাতেই সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের কসমেটিকস, ভারতীয় জিরা, ভারতীয় কম্বল ছাড়াও ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মাদক পাচার করছে প্রতিনিয়িত। ইতিমধ্যেই বিজিবি ও পুলিশ বেশ কয়েকটি কম্বল, মাদক ও জিরার চালন জব্দ করেছে। সাদ্দাম ও হাবিবুররাও ওই চক্রের সদস্য। বিজিবি সূত্র চোরাচালানের সাথে এদের সম্পৃক্ততার কথা নিশ্চিত করে জানায়, হাতেনাতে ধরার জন্য চেষ্টা চলছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ’র সাথে এদের কোন সম্পৃক্ততা নেই। মূলত ধুরন্ধর এ চক্রটি গণধোলাই থেকে বাঁচতে বৃহস্পতিবার আনন্দের নাম ব্যবহার করে। যা সংবাদ সম্মেলনে তারাই নিশ্চিত করেছে। সূত্র জানায়, এরা নিজেদের গা বাঁচাতে একেক সময় একেক জনের নাম ব্যবহার করে থাকে। কখনো অন্যের নামে মিথ্যা অপবাদও ছড়ায় নিজেদের অপকর্ম আড়াল করতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com