নালিতাবাড়ী (শেরপুর) : সামিউল হক স্পোর্টস একাডেমি’র আয়োজনে ‘নালিতাবাড়ী প্রিমিয়ার ফুটবল টুর্ণামেন্ট’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী শহরের তারাগঞ্জ পাইলট মাঠে এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
বিশিষ্ট ব্যবসায়ী সামিউল হক এর ব্যক্তিগত প্রচেষ্টায় ২০২৪ সালে প্রতিষ্ঠিত সামিউল হক স্পোর্টস একাডেমি প্রথমবারের মতো ফুটবল টুর্ণামেন্টের এ আয়োজন করে। প্রেসক্লাব নালিতাবাড়ী’র মিডিয়া পার্টনারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে অতিথিবৃন্দ টুর্ণামেন্ট উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমীন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আব্দুল মান্নান সোহেল, টুর্ণামেন্ট আয়োজক সামিউল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান তারাসহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিভিন্ন টেলিভিশনের নিয়মিত শিল্পীরা গান পরিবেশন করেন।
এ মাসের মাঝামাঝি সময়ে টুর্ণামেন্ট শুরু হবে। এতে অংশ নেবেন ১২টি ফুটবল দল। এর আগে গত ৩০ ডিসেম্বর টুর্ণামেন্টের জার্সি ও ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।