1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জোড়া খুনের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. রেজাউল করিম।

গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাহির মল্লিকপুর এলাকার মো. তোফাজ্জল হকের ছেলে মো. শাহিন রেজা (২২) এবং আতাউর রহমানের ছেলে মো. সামাদ আলী (৩০)।

সংবাদ সম্মেলন থেকে জানা যায়, গত ১৭ ডিসেম্বর আনুমানিক রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে জোড়া খুনের ঘটনা ঘটে। ওই দিন রাতে মল্লিকপুর বাজারের গরুর হাট মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে খোলশী এলাকার কিছু কিশোর বয়সের ছেলেরা নাচানাচি করছিল। তাদের নাচানাচি দেখে আসামি তামিম তাদেরকে নাচতে করতে নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তামিমের সঙ্গে কথা কাটাকাটি ও তর্কে জড়িয়ে পড়ে। এক পার্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে তামিমের চাচা শাহিন খবর পেয়ে অন্যান্য আসামিদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পকেটে থাকা চাকু দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করতে থাকে। এতে মাসুদ ও রায়হান নামে দুইজন নিহত হন এবং চারজন আহত হন।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ১৭ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই কিশোর মাসুদ রানা ও রায়হান আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় গত ০৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে ১০ জানুয়ারি ঢাকার সাভার এলাকা থেকে ১ নম্বর আসামি শাহিন রেজা ও ময়মনসিংহ জেলার ভালুকা এলাকা থেকে ৭ নম্বর আসামি সামাদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শাহিন রেজার দেওয়া তথ্যমতে ঘটনাস্থলের পাশের ময়লার স্তূপ থেকে হত্যা কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি শাহিন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৮ ডিসেম্বর মাসুদ রানার বাবা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com