শুক্রবার অবস্থার উন্নতির পূর্বাভাস দেওয়া হলেও ‘স্যান্টা আনা’ বাতাসের প্রভাবে দাবানল আবার ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসে ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গত আট মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরো খারাপের দিকে।
সূত্র : রয়টার্স, বিবিসি