1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন

লস অ্যাঞ্জেলেসে ‘আগুনে টর্নেডোর’ শঙ্কা, কয়েকটি এলাকায় লাল সতর্কতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : দাবানলে ৯ দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এটিকে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল বলা হচ্ছে। এখন পর্যন্ত দাবানলে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

কিছু পার্বত্য অঞ্চলে বাতাসের গতি ঘণ্টায় ৭০ মাইলে পৌঁছাতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে, যা টিকে থাকলে প্রায় হারিকেনের শক্তি পাবে। এরই মধ্যে দাবানলদুর্গত লস অ্যাঞ্জেলেসে গতকাল বুধবার আরেকটি বিরল সতর্কতা দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানলদুর্গত এলাকাগুলো ‘আগুনে টর্নেডোর’ ঝুঁকিতে রয়েছে।

সাতটি রাজ্য এবং বাইরের দুটি দেশ থেকে প্রায় ৮ হাজার ৫০০ দমকলকর্মী দাবানল নেভাতে কাজ করছে। তারপরও দাবানল ওয়াশিংটন ডিসির আয়তনের একটি এলাকা গ্রাস করেছে। শক্তিশালী বাতাসের কারণে দাবানলের গুরুতর হুমকিতে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৬০ লাখের বেশি মানুষ।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরে আনাহেইম, রিভারসাইড, সান বার্নার্ডিনো ও অক্সনার্ডসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরো কয়েকটি কাউন্টিতে মারাত্মক দাবানলের ঝুঁকিতে রয়েছে লাখ লাখ মানুষ। দাবানলে শহরের উত্তরে ১৪ হাজার একরেরও বেশি পুড়ে গেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি ও খুবই শুষ্ক, ফলে সৃষ্টি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। এতে দেখা দিতে পারে নতুন দাবানল।

শুক্রবার অবস্থার উন্নতির পূর্বাভাস দেওয়া হলেও ‘স্যান্টা আনা’ বাতাসের প্রভাবে দাবানল আবার ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসে ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গত আট মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরো খারাপের দিকে।

সূত্র : রয়টার্স, বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com