1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

জাপানে ‘মেগাভূমিকম্পের’ আশঙ্কা বেড়েছে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : জাপানে আগামী ৩০ বছরের মধ্যে ‘মেগাভূমিকম্প’ হওয়ার সম্ভাবনা সামান্য বৃদ্ধি পেয়েছে বলে বৃহস্পতিবার দেশটির একটি সরকারি প্যানেল জানিয়েছে। এর সম্ভাবনা বর্তমানে ৭৫ থেকে ৮২ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

এমন একটি ভূমিকম্প ৮-৯ মাত্রার তীব্র হতে পারে, ভয়াবহ সুনামি সৃষ্টি করতে পারে, কয়েক লাখ মানুষ নিহত হতে পারে এবং কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

আর্থকোয়াক রিসার্চ কমিটি জানিয়েছে, আগে এ সম্ভাবনা ৭৪ থেকে ৮১ শতাংশ ধরা হয়েছিল, যা এখন ৭৫ থেকে ৮২ শতাংশ করা হয়েছে।

এ প্রক্রিয়ায় প্লেটগুলো আটকে গিয়ে বিপুল পরিমাণ শক্তি জমা হয়, যা মুক্তি পেলে ভয়াবহ ভূমিকম্প ঘটতে পারে।

কমিটির এক কর্মকর্তা বলেন, ‘শেষ ভূমিকম্পের পর ৭৯ বছর কেটে গেছে এবং প্রতিবছর এই ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রায় ১ শতাংশ করে বাড়ছে।’

২০১২ সালের এক সরকারি অনুমানে বলা হয়, প্রধান উপকূলীয় এলাকার ছোট দ্বীপগুলো ১০০ ফুট উচ্চতার সুনামিতে প্লাবিত হতে পারে।

নিক্কেই বিজনেস ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, নানকাই ট্রাফে মেগাভূমিকম্প হলে প্রায় পাঁচ লাখ ৩০ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়তে পারে। অন্যদিকে সরকারি অনুমান অনুযায়ী, এমন পরিস্থিতিতে প্রায় ৯.৫ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হতে পারে।

গত আগস্টে জাপান মেটিওরোলজিক্যাল অ্যাসোসিয়েশন (জেএমএ) ২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামির পর প্রণীত নিয়ম অনুযায়ী প্রথম মেগাভূমিকম্প পরামর্শ জারি করে। ৭.১ মাত্রার একটি ভূমিকম্পে ১৫ জন আহত হওয়ার পর নানকাই ট্রাফে নতুন একটি বড় ভূমিকম্পের সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে বেশি বলে জানানো হয়।

১৭০৭ সালে নানকাই ট্রাফের সব সেগমেন্ট একসঙ্গে ভেঙে একটি ভূমিকম্প ঘটায়, যা দেশটির ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম হিসেবে রেকর্ড হয়েছে। সেই ভূমিকম্পের ফলে মাউন্ট ফুজির সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল। এরপর ১৮৫৪ সালে দুটি শক্তিশালী নানকাই মেগাথ্রাস্ট ঘটে এবং ১৯৪৪ ও ১৯৪৬ সালে আরো দুটি ঘটে।

সূত্র : এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com