1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

শাবিপ্রবিতে সাড়া ফেলেছে কোরআন অলিম্পিয়াড

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো কোরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ছেলেদের এবং ‘এ’বিল্ডিংয়ের গ্যালারি রুমে মেয়েদের নিয়ে এ অলিম্পিায়াডের আয়োজন করে‘ইনকিলাব ফোরাম’।

ইনকিলাব ফোরামের সভাপতি মোজাম্মেল ইসলাম জানান, অলিম্পিয়াডে মোট ৩৫৪ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ২২৩ ছেলে ও ১৩১ মেয়ে। এর আগে গত ১৯ ডিসেম্বর রেজিস্ট্রেশন শুরু হয় যা চলে ৯ জানুয়ারি পর্যন্ত।

অলিম্পিয়াডে অংশ নেওয়া মাজেদা সুলতানা নামে এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার পর এরকম কোনো আয়োজন দেখিনি। বিশ্ববিদ্যালয়ে সবসময় অপসংস্কৃতির চর্চাটা বেশি হয়। মানুষের মূল্যবোধ ও নৈতিকতা শেখার জন্য ধর্মীয় শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইনকিলাব ফোরামকে ধন্যবাদ জানাই।’

সমাজকর্ম বিভাগের ছাত্র মোনেম শাহরিয়ার রেদোয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে করে বেরিয়ে যাই অথচ পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে অনেকেই জানি না বা বোঝার চেষ্টাও করি না। কোরআন অলিম্পিয়াডে অংশগ্রহণের ফলে কয়েক দিন ভালোভাবে কোরআন ও তাফসির গ্রন্থ পড়ার সুযোগ হয়েছে। এ রকম প্রোগ্রাম আরও হওয়া দরকার।’

ইনকিলাব ফোরামের সভাপতি মোজাম্মেল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় সংস্কৃতিচর্চার লক্ষ্যে প্রথমবারের মতো কোরআন অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। অলিম্পিয়াড শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। চেষ্টা করব ভবিষ্যতে আরও কিছু আয়োজন করার।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com