1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ধান ৩৬ টাকা, চাল ৪৯ টাকায় কিনবে সরকার বিদেশি বিনিয়োগ আনতে নীতি ও কাঠামোগত পরিবর্তনে নজর দেওয়ার আহ্বান রূপগঞ্জে পোশাকর্মীদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, আহত ২০ সাধুরপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বাবুকে গ্রেপ্তার দাবি বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জেল, সরঞ্জাম ধ্বংস জিতকে চিনে ফেলেন ডাকাত সর্দার, প্রাণে রক্ষা অভিনেতার বিনিয়োগে অবদানে ৪ প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা খুলনায় লুট করা জুতাসহ আরও ৫ জন গ্রেপ্তার বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের কাছে

একের পর এক দেশ থেকে বিতাড়িত হচ্ছে পাকিস্তানিরা

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাকিস্তানিদের বিতাড়িত করা হচ্ছে এবং এই সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুইদিনে ১১ দেশ থেকে অন্তত ১৭০ পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে।

অভিবাসন সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, কালোতালিকাভুক্ত, ভিক্ষাবৃত্তি, মাদক কারবার, অবৈধভাবে বসবাসসহ বিভিন্ন কারণে নতুন করে সৌদি আরব থেকে ৯৪ জন পাকিস্তানিকে বের করে দেওয়া হয়েছে।

এ ছাড়া ওমান থেকে তিনজন, থাইল্যান্ড থেকে একজন, ইরান থেকে নয়জন, যুক্তরাজ্য ও সাইপ্রাস থেকে একজন, ইন্দোনেশিয়া থেকে চারজন, মৌরিতানিয়া থেকে পাঁচজন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে কাতার থেকে দুইজন এবং তানজানিয়া থেকে একজন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে।

অবৈধ কাজে সম্পৃক্ততা ও আইন লঙ্ঘনের দায়ে জেল খাটার পর গত দুইদিনে ৩৯ পাকিস্তানিকে বিতাড়িত করেছে সংযুক্ত আরব আমিরাত।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ১২ দেশ থেকে ১৩১ জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়। তাদের বিরুদ্ধেও মাদক কারবার, অবৈধভাবে অনুপ্রবেশসহ নানা অভিযোগ ছিল।

এসময় সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়, নোটিশ ছাড়া চাকরি ছেড়ে পলায়ন এবং মাদক পাচারের কারণে ৭৪ পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে।

একই সময়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অবৈধ অনুপ্রবেশ, চুরি ও মাদক সংক্রান্ত অপরাধের জেরে বেশ কয়েকজন পাকিস্তানিকে বহিষ্কার করে। আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে একজন পাকিস্তানিকে বের করে দেয় ইউএই।

এ ছাড়া ১৪ ফেব্রুয়ারি ওমান, ক্যাম্বোডিয়া, বাহরাইন, আজারবাইজান, ইরাক এবং মেক্সিকোও পাকিস্তানি নাগরিকদের বিতাড়িত করেছে। এই সময়ে মানব পাচারের অভিযোগে দুই পাকিস্তানিকে বের করে দিয়েছে সেনেগাল এবং মৌরিতানিয়া।

এর আগে গত ২ ফেব্রুয়ারি সৌদি আরব ১০ জন পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করেছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় দেশগুলো থেকে শত শত পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। তাদের কাছে বৈধ নথি না থাকাসহ ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com