বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার গায়েহলুদের ছবি নিয়ে নেট দুনিয়ার রহস্যের মাঝেই অভিনেত্রী নিজেই বিয়ের ছবি প্রকাশ করলেন। মেহজাবীন বর প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব। তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেম ও বিয়ের গুঞ্জন ছিল।বিয়ের ছবি প্রকাশ করে মেহজাবীন নিজেই জানালেন তাদের সম্পর্কের কথা।
গত ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়।
জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়। বিয়ের ছবি প্রকাশ করে মেহজাবীন নিজেই জানালেন সে খবর। এমনকি তাদের প্রেমের সম্পর্ক নিয়েও জানিয়েছেন অভিনেত্রী।
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব প্রেম করছেন দীর্ঘদিন ধরেই। প্রায়ই একসঙ্গে দেখা যেত তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের বিভিন্ন ছবি পোস্ট করতেন তারা। তবে প্রেম নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গটি এড়িয়ে যেতেন তারা। অবশেষে গুঞ্জনই সত্যি হয়েছে।