বাংলার কাগজ ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতি এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাই পথে আসা ভারতীয় কসমেটিকস, জিরা, চিনি ও তেতুঁল পাচারকালে পিকআপ ও মোটরসাইকেলসহ ইয়াছিন আনোয়ার নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
গত মঙ্গলবার (১১ মার্চ) ও বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে পৃথক অভিযানে এসব জব্দ ও আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধীনস্থ বিওপি’র টহলরত সদস্যরা।
বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাতে হালুয়াঘাটের সূর্যপুর বিওপি’র টহলরত বিজিবি সদস্যরা কাজলের মোড় এলাকা দিয়ে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৩শ কেজি ভারতীয় জিরা জব্দ করে। একই উপজেলার বান্দরকাটা বিওপি’র সদস্যরা গাবরাখালী এলাকা দিয়ে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ২৬০ কেজি ভারতীয় চিনি জব্দ করে। একই রাতে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বিওপি’র বিজিবি সদস্যরা আঠারোবাড়ি এলাকা দিয়ে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৯৫ কেজি ভারতীয় চিনি এবং ৪৯২ পিস ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করে। একই রাতে ঝিনাইগাতি উপজেলার তাওয়াকুচা বিওপি’র সদস্যরা খাড়ামোড়া এলাকা দিয়ে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৬৫ কেজি ভারতীয় তেঁতুল জব্দ করে।
পরদিন বুধবার দিবাগত রাতে বান্দরকাটা বিওপি’র সদস্যরা শিমুলকুচি এলাকা দিয়ে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করে। একই রাতে নকশী বিওপি’র সদস্যরা জামতলী এলাকা দিয়ে পাচারকালে ৫৯৫ কেজি ভারতীয় জিরা, ১টি পিকআপ, ১টি মোটরসাইকেলসহ ইয়াছিন আনোয়ার (৩২) নামে একজনকে আটক করে। আটককৃত ইয়াছিন ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার নয়াগাঁও গ্রামের ইব্রাহিম শিকদারের ছেলে।