শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার খোশালপুরে মেসার্স মনিরা জিগজ্যাগ অটো ব্রিকস এবং তাড়াবন এলাকায় মেসার্স একতা জিগজ্যাগ অটো ব্রিকসে অভিযান চালিয়ে চিমনি গুড়িয়ে দেওয়া এবং ইটভাটার কিলন ভেঙে দেওয়াসহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হাইকোর্টের আদেশে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।