1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া হবে। এক ফোনালাপে এ বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন থেকে অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উপদেষ্টা পরিষদকে জানান তিনি।

এর আগে বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করতো অস্ট্রেলিয়া। নতুন এই সিদ্ধান্তের ফলে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে ভিসা পাবেন বাংলাদেশি নাগরিকরা।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এ বিষয়ে অনুরোধ করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com