1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

হামজাকে বিশ্রামের সুযোগ দিল না বাফুফে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সিলেট থেকে ঢাকা, বললে কিছুটা ভুল বলা হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া এখন হামজাময়। তবে দেশে ফেরার পর থেকে দম ফেলার ফুসরত নেই হামজা চৌধুরীর। ১৬ তারিখ শেফিল্ড ডার্বির ম্যাচ খেলে ধরেছেন বাংলাদেশের বিমান। সেই ম্যাচে শেফিল্ড ইউনাউটেডের জয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাংলাদেশি হামজা। ১৬ ঘণ্টায় ৮ হাজার কিলোমিটারের বেশি ভ্রমণ করে নিজ শহর সিলেটে পা রাখেন হামজা।

সিলেট বিমানবন্দরে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন হামজা। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে নিজ গ্রাম স্নানঘাটে যান হামজা। আগে থেকে দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকাকে দেখতে তার বাড়িতে ভিড় করে ছিল হাজারো মানুষ। নিজ গ্রামে ভক্ত-সমর্থকদের ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। ভক্তদের সঙ্গে কথা বলেছেন, মিটিয়েছেন সেলফির আবদার। দিনের আলো শেষে রাত নেমে এলেও বিশ্রামের সুযোগ পাননি হামজা।

রাতের বেলায়ও হামজাকে দেখতে তার বাড়িতে ভিড় করেছেন গ্রামের মানুষ ও সমর্থকরা। তাদের ভালোবাসার প্রতিদান দিতে সারা রাত তাদের সঙ্গে কাটিয়েছেন হামজা। রাতে বাড়ির উঠানে বসে করেছেন গল্প, দিয়েছেন আড্ডা ভোরের দিকে কয়েক ঘণ্টা বিশ্রামের সুযোগ পেলেও সকাল থেকে আবারও ব্যস্ত হয়ে পড়েন তিনি। বাড়ির আঙিনায় তখনো শত শত মানুষ। গ্রামে পরিবার-আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে বুধবার রাতে ঢাকায় এসেছিলেন হামজা। রাতে যোগ দিয়েছেন টিম হোটেলে। রাতে সতীর্থদের সঙ্গে সেরেছেন পরিচয় পর্ব। হামজকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন জামাল-তপুরা। তারাও দেশের সবচেয়ে বড় ফুটবল তারকার সঙ্গে তুলেছেন ছবি।

তবে গতকাল সকাল থেকে আবারও হামজাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সবাই। বাফুফের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, গতকাল দলের সঙ্গে ফটো সেশন এবং সংবাদ সম্মেলন করেন হামজা। যার কারণে সকাল ১১টা থেকে টিম হোটেলে ভিড় করতে থাকেন গণমাধ্যমকর্মীরা। ফটো সেশন শেষে দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে বাফুফে এবং হামজা। এরপর ক্রীড়া উপদেষ্টার সঙ্গে একান্ত সাক্ষাৎ করাতে হামজাকে নিয়ে যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সেখানে বৈঠক শেষে বিকালে আবারও টিম হোটেলে ফিরে আসেন হামজা। বাফুফে কর্তাদের সঙ্গে সৌহার্দ বিনিময় করেন তিনি।

এরপর সন্ধ্যায় কিংস অ্যারেনায় দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। আজ সকালে শিলংয়ের উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ। সেখানে তিন দিন অনুশীলন করবে দল। ২৫ তারিখ মাঠে নামবে ম্যাচ খেলতে। মাঠে নামার আগেই আলোচনায় হামজার বিশ্রামের বিষয়টি। কোনো বিশ্রাম না করে প্রথমবারের মতো লাল-সবুজের জার্সি গায়ে খেলবেন হামজা। বিশ্রাম ছাড়া এবং ভ্রমণ ক্লান্তি নিয়ে মাঠে হামজা কি নিজের সেরাটা দিতে পারবেন, সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com