1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৭৪-এর দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে ধান ৩৬ টাকা, চাল ৪৯ টাকায় কিনবে সরকার বিদেশি বিনিয়োগ আনতে নীতি ও কাঠামোগত পরিবর্তনে নজর দেওয়ার আহ্বান রূপগঞ্জে পোশাকর্মীদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, আহত ২০ সাধুরপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বাবুকে গ্রেপ্তার দাবি বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জেল, সরঞ্জাম ধ্বংস জিতকে চিনে ফেলেন ডাকাত সর্দার, প্রাণে রক্ষা অভিনেতার বিনিয়োগে অবদানে ৪ প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ঈদের নামাজ আদায়ের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মূলত জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায়ে মানুষের আগ্রহ বেশি থাকে। সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা গেছে, ঈদের দিন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদ, কূটনৈতিকসহ সব শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন।

ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া বলেন, এবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নেই। এরপরও কোনো কারণে আবহাওয়া খারাপ হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের জামাত হবে।

মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সব প্রতিকূল পরিস্থিতি মাথায় রেখেই প্রস্তুতি শেষ হয়েছে। এবার জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। এ জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। মুসল্লিদের জন্য অজু করার জায়গা, শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। বিছানো হয়েছে আরামদায়ক কার্পেট। নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, প্রতি বছরের মতো বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজের পাঁচটি জামাত হবে। সকাল ৭টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে এসব জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায়, তৃতীয় জামাত ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ জামাত সবার জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া আগারগাঁও পুরোনো বাণিজ্য মেলার মাঠে এবার ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠানের আয়োজন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠ, ধানমন্ডির সোবহানবাগ মসজিদ, বাইতুল আমান মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, পুরান ঢাকার লালবাগ শাহী মসজিদ, আজিমপুর ছাপরা মসজিদ, মিরপুর-১২ এর হারুণ মোল্লাহ ঈদগাহ মাঠ, গুলশান আজাদ মসজিদসহ রাজধানীর মসজিদ ও বিভিন্ন মাঠে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুটি জামাত কারাগারের কর্মকর্তা ও কর্মচারী এবং একটি জামাতে অংশ নেবেন কারাবন্দিরা।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামীকাল সোমবার বা আগামী মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com