আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের দক্ষিণের জেলা সোফিয়ানে ২৪ ঘণ্টায় দ্বিতীয়বারের মতো ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার ভারতীয় নিরাপত্তাবাহিনীর অভিযানে আরও চার জঙ্গি নিহত হয়েছে।
রোববার একই এলাকায় অভিযানে ৫ জঙ্গি নিহতের খবর দিয়েছিল প্রতিরক্ষা বিভাগ। তাতে ২৪ ঘণ্টায় ভারতীয় যৌথ অভিযানে ৯ জঙ্গি মারা গেলো।
একজন পুলিশ কর্মকর্তা জানান, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে আজ সকালে সোফিয়ানের পিনজোরা এলাকা ঘিরে রাখে নিরাপত্তাবাহিনী এবং তল্লাশি অভিযান চালায়।
জঙ্গিরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে এই অভিযান বন্দুকযুদ্ধে পরিণত হয়। তাতে মারা যায় চার জঙ্গি।
জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত না হওয়া থেকে তরুণদের রক্ষা করার নতুন নীতি অনুযায়ী পুলিশ নিহত জঙ্গিদের পরিচয় কিংবা তাদের সংগঠনের নাম গোপন রেখেছে।
রোববার জেলার রেবান এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পাঁচ হিযবুল মুযাহিদীনের সদস্য মারা যায়।