1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

আ.লীগ সরকারের আমলের ৭ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

রাজনীতি ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। সরকার পর্যায়ক্রমে এ মামলাগুলো প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করবে।

সচিবালয়ে রোববার আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় তিনি মাগুরার আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার অগ্রগতি, বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভ, প্রবাসীদের ভোটাধিকার ও রেমিট্যান্স প্রবাহ, আলোচিত-সমালোচিত মডেল মেঘনার গ্রেপ্তারসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, আমাদের কাছে প্রায় এক লাখ মামলা প্রত্যাহারের আবেদন এসেছে। নথিপত্র দেখে এসব মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার অগ্রগতির বিষয়ে আইন উপদেষ্টা বলেন, এ মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে। আদালতে দাখিল করার পরপরই বিচার কার্যক্রম শুরু হবে। এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আমরা ইতোমধ্যে আইনও সংশোধন করেছি। ফরেন্সিক ও ডিএনএ রিপোর্ট পেয়েছি। আশা করছি নির্ধারিত ৯০ দিনের মধ্যেই এ মামলার বিচার কার্যক্রম নিষ্পত্তি হবে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে যে বিপুল পরিমাণ টাকা হ্যাকিং করা হয়েছে সেটা নিয়ে একটি রিভিউ কমিটি করা হয়েছে। আমরা সবকিছু পর্যালোচনা করে দেখছি। আমাদের হাতে যেসব তথ্য এসেছে, তাতে বাংলাদেশ ব্যাংক থেকে দুই বিলিয়ন ডলার লুট করার প্লান ছিল। মূলত বাংলাদেশকে রিজার্ভশূন্য করার পরিকল্পনা নিয়ে হ্যাকাররা দেশীয় সযোগীদের নিয়ে কাজ করছিল। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার এটার তদন্ত করতে গড়িমসি করেছে। এটা নিয়ে সিআইডির তদন্তে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার দিকে স্পষ্ট ইঙ্গিত করা হয়েছিল। ওইসব কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা সেটা খতিয়ে দেখছি।

শীর্ষ সন্ত্রাসীদের জামিনের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, সুইডেন আসলামসহ যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়েছে, তাদের সবার জামিন বিগত সরকারের আমলে হয়েছে। তারা ওই সময় কারাগার থেকে বের হয়নি। তারা এ সরকারের শুরুর দিকে কারাগারে আদালতের আদেশ দাখিল করে বের হয়েছে। অথচ সংবাদ মাধ্যমে এসেছে, আমাদের সরকারের সময়ে আদালত তাদের জামিন দিয়েছে। এতে জনমনে একটি ভুল ধারনা তৈরি হতে পারে। আমরা বিগত সরকারের সময়ের এমন কিছু জামিন আদেশের বিরুদ্ধে আপিল করে উচ্চ আদালতে তা স্থগিত করার ব্যবস্থা করেছি।

বিতর্কিত মডেল মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে আটকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, মডেল মেঘনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তবে তাকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে, সেটা ঠিক হয়নি। আমরা এটি স্বীকার করছি। এ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে। বিশেষ ক্ষমতা আইন বাতিলের বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আসিফ নজরুল বলেন, প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির গতি সচল করেছেন। পুরো দেশ ও জাতিকে ভয়াবহ অর্থনৈতিক মন্দার কবল থেকে রক্ষা করেছেন প্রবাসীরা। সরকারের প্রবাসীদের কল্যাণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। আমাদের সীমিত সময়ে তাদের ভোটাধিকারের বিষয়ে যতটা করা যায়, সর্বোচ্চটা করা হবে। আশা করছি, আমাদের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারাও এ ধারাবাহিকতা রক্ষা করবেন। প্রবাসীরা হলেন আমাদের অর্থনীতির প্রাণশক্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com