শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে না ফেরার দেশে চলে গেলো ছোট্ট শিশু মারিয়া (২)। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার গোশাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারিয়া গড়জরিপা ইউনিয়নের কাকড়লের বেড় গ্রামের আলম মিয়ার কন্যা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহতর শিশুকন্যা মারিয়ার পিতা আলম মিয়া ঢাকায় থাকে। কয়েকদিন আগে মারিয়াকে নিয়া গোসাইপুরে নানা ছামিউলের বাড়িতে বেড়াতে আসে তার মা শারমিন আক্তার। বৃহস্পতিবার বিকেলে খেলের ছলে বাড়ির পাশে মাছের প্রজেক্টের পানিতে পড়ে ডুবে যায় শিশু মারিয়া। মারিয়াকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাড়ির পাশে মাছের প্রজেক্টের পানি থেকে উদ্ধার করা হয় তার লাশ। পরে স্থানীয়রা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষনা করেন।