নালিতাবাড়ী (শেরপুর) : গারোপাহাড়ের বৈশিষ্ট্যমÐিত জনপদ শেরপুরের নালিতাবাড়ীতে বর্ণিল আয়োজনে হিম উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) হিমেল সন্ধ্যায় নালিতাবাড়ীর সুশীল সমাজের অংশগ্রহণে শহরের ‘পরস্পর’ প্রাঙ্গনে এ উৎসব পালিত হয়।
সান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নালিতাবাড়ীর সন্তান মিডিয়া ব্যক্তিত্ব এবং গণমাধ্যম বিশেষজ্ঞ ড. ইসলাম শফিকের উদ্যোগে এ উৎসব পালিত হয়। মূল আয়োজনে ছিল- পিঠাপুলির আয়োজন, শিশু-কিশোরদের অংশগ্রহণে ছড়া, গান ও কবিতা পাঠ, সুধী আলাপন এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও নালিতাবাড়ীর ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি এবং উদ্যোক্তা পর্যায়ে ভূমিকা রাখায় কয়েকজনকে সম্মাননা স্মারক এবং উত্তরীয় প্রদান করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পারিবেশন করেন সাগর বাউল, বাউল তারা মিয়া, পাওয়ার ভয়েস হাসনা হেনা, লোক গবেষক সরদার হিরক রাজা, সৃজন তাপসী, মাকসুদুল হক শিখর, মোস্তফা, সবুজ, ইয়াকুব, সদানন্দ সরকার, মোজাম্মেল হক। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন স্মৃতি, সায়মা, আদিবা ও তৃপ্তি সাহা।
আয়োজনের মূল আকর্ষণ বাউল সঙ্গীত সন্ধ্যা পরিচালনা করেন ড. ইসলাম শফিক ও ড. জাকিয়া সুলতানা লুনা।