আন্তর্জাতিক ডেস্ক : চীনে একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ। শনিবার পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝিজিয়াংয়ের ওয়েনলিং শহরের কাছে এ ঘটনা ঘটে বলে দেশটির সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে।
বিস্ফোরণের ধাক্কায় আশেপাশের বাড়ি ও কয়েকটি কারখানা ধসে পড়েছে। এছাড়া কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসাবশেষের একটি বড় টুকরা উড়ে এসে পাশের কয়েকটি ভবনে আঘাত হানে। আগুনের কুণ্ড আকাশের দিকে উঠছে এবং মানুষজন চিৎকার করছে।
আরেকটি ভিডিওতে দেখা গেছে,ট্যাংকারের ধ্বংসাবশেষ এবং ট্রাকের কয়েকটি চাকা একটি ভবনে প্রচণ্ড গতিতে আঘাত করেছে।
শনিবার বিকেল নাগাদ নিহতের সংখ্যা ১০ জনে পৌঁছায়। আহত আরও ১১৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর পর বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।