নালিতাবাড়ী (শেরপুর) : তের বছর বয়সী চাচাতো শ্যালিকাকে প্রেমের ফাঁদে ফেলে ভাগিয়ে নিয়ে বিয়ে করে কারাগারে গেল এক রসিক ভগ্নিপতি। শেরপুরের নালিতাবাড়ীতে এ ঘটনা ঘটে। ইয়াসিন নামে ওই ভগ্নিপতির বাড়ি উপজেলার উত্তর পলাশিকুড়া গ্রামে।
পুলিশ জানায়, উত্তর পলাশিকুড়া গ্রামের আব্দুল খালেক এর পুত্র ইয়াসিন (৩৪) নালিতাবাড়ী শহরের ছিটপাড়া মহল্লায় বিয়ে করে। শ্বশুর বাড়িতে যাতায়াতের সুবাধে সে তের বছর বয়সী চাচাতো শ্যালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে গত ১২ জুন রাতে ছিটপাড়াস্থ শ্বশুড়ালয় থেকে ওই শ্যালিকাকে নিয়ে পালিয়ে যায় ইয়াসিন। এ ঘটনায় মেয়ের সন্ধান চেয়ে কিশোরীর পিতা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ২৯ জুন সোমবার গাজীপুরের কালিয়াকৈর থেকে থানা পুলিশের এসআই জহুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে রসিক ভাগ্নিপতি ইয়াসিনকে আটক ও শ্যালিকাকে উদ্ধার করে রাতেই নালিতাবাড়ী নিয়ে আসেন। এসময় ইয়াসিন জানায়, সে শ্যালিকার সাথে কোর্ট ম্যারেজ করে নিয়েছে। কিন্তু বিপত্তি বাঁধায় কিশোরী শ্যালিকা। সে বুঝতে না পেরে ভগ্নিপতির কথায় ফেঁসে গেছে বলে জানায়। ফলে রাতেই ধর্ষণ ও অপহরণ মামলা করে মঙ্গলবার ইয়াসিনকে আদালতে সোপর্দ করে পুলিশ। একইসঙ্গে কিশোরীর ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দির জন্য শেরপুর প্রেরণ করা হয়। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।