বর্নো রাজ্যের তথ্য কমিশনার উসমান তার এক বিবৃতিতে জানান, ইসলামিক স্টেটের মিত্র সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) যোদ্ধারা স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে চাদ হ্রদের তীরে ডুম্বা গ্রামে বহু কৃষককে জড়ো করে গুলি করে হত্যা করে।
বর্নো রাজ্যের তথ্য কমিশনার উসমান তার এক বিবৃতিতে জানান, ইসলামিক স্টেটের মিত্র সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) যোদ্ধারা স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে চাদ হ্রদের তীরে ডুম্বা গ্রামে বহু কৃষককে জড়ো করে গুলি করে হত্যা করে।
উসমান তারের বক্তব্য অনুযায়ী, রাজ্য সরকার জিহাদিদের বিরুদ্ধে লড়াইরত সেনাদের ‘ডুম্বা ও চাদ হ্রদ এলাকার অন্যান্য ঘাঁটি থেকে বিদ্রোহীদের খুঁজে বের করে নির্মূল করার’ নির্দেশ দিয়েছে।
কমিশনার বলেন, কৃষকরা সেনাবাহিনীর নির্ধারিত নিরাপদ এলাকার বাইরে গিয়ে কৃষিকাজ ও মাছ ধরায় ব্যস্ত ছিলেন। সেখানে আইএসডব্লিউএপি ও তাদের প্রতিদ্বন্দ্বী বোকো হারামের সদস্যরা সক্রিয় এবং স্থল মাইন দিয়ে ভরা ও রাতে হামলার জন্য ঝুঁকিপূর্ণ।