1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

তাইওয়ানে সামরিক বাহিনীর প্রধানসহ নিহত ৮

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর প্রধানসহ আটজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাজধানী তাইপেইয়ের কাছে একটি পার্বত্য অঞ্চলে হেলিকপ্টারটি অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর প্রধান এয়ার ফোর্স জেনারেল শেন ই-মিং নিহত হয়েছেন। হেলিকপ্টারে ১৩ আরোহী ছিলেন। এদের মধ্যে পাঁচ জনকে জীবিত উদ্ধার করা গেছে।

টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘আমাদের আট সহকর্মী নিহত হয়েছেন’।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২২ মিনিটে ব্ল্যাক হক হেলিকপ্টারটির সঙ্গে বিমান চলাচল কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারটি নিউ তাইপেই সিটিতে অবতরণের চেষ্টা করছিল। চন্দ্র নববর্ষ উপলক্ষে দেশের উত্তর-পূর্বাঞ্চলে সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সামরিক বাহিনীর প্রধান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারটির মূল অংশ দোমড়ানো-মোচরানো অবস্থায় একটি বনের মধ্যে পাওয়া গেছে। এর পাখাগুলো ভেঙ্গে খন্ড-বিখন্ড হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com