1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

মাস্ক পরা বাধ্যতামূলক করে পরিপত্র জারি

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুলাই, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে ঘরের বাইরে আসা-যাওয়ার সময় মাস্ক পরা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, দেশে প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এ অবস্থায় সরকারি, বেসরকারি অফিস, চিকিৎসা কেন্দ্রে আসা, মার্কেট, শপিং মল, গণপরিবহন, বাণিজ্যিক ফ্লাইট, ট্রেন ও জনসমাগম স্থানে মাস্ক বাধ্যতামূলক। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও হাট বাজারে ক্রেতা-বিক্রেতাার মাস্ক ব্যবহার করবেন। স্থানীয় প্রশাসন, মসজিদ ও মন্দির কমিটি ও হাট বাজার কমিটি মাস্ক পরা নিশ্চিত করবেন।

এছাড়াও সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা,কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে আগত গ্রহীতাগণ মাস্ক ব্যবহার করবেন। সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিতে পদক্ষেপ নেবেন।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১০ হাজার ৫১০ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৪১ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭০৯ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com