1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

বান্দরবানে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি, একজন গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

বান্দরবান : বান্দরবান জেলা শহরে কয়েকদিন ধরে গভীর রাতে বাসাবাড়ি ও মোটরসাইকেল গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়া হয় চোর চক্রে সদস্যরা। মোটরসাইকেল চুরি করে ঘটনাস্থলের যোগাযোগের জন্য দেয়ারে লিখে রেখে যান মোবাইল নাম্বারও। ওই নাম্বারের যোগাযোগ করা হলে মালিকের কাছে মোটরসাইকেলের মুক্তিপণ জন্য দাবি করা হয় চাঁদা। চোর চক্র সদস্যরা তাদের চাহিদা মতো চাঁদা বা মুক্তিপণ মিললে পাওয়া যাচ্ছে চুরি হওয়ার মটরসাইকেল কখনো পুকুরে নয়তোবা অজ্ঞাত স্থানে। এমন অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি করছে চোর সিন্ডিকেট।

ভুক্তভোগীদের এমন অভিযোগে প্রেক্ষিতে বান্দরবান সদর থানা পুলিশের টিম অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। এসময় ৭টি সিম, ৩টি মোবাইল ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী চিংসামং প্রু ওরফে রাহুল তঞ্চঙ্গ্যা। সে রোয়াংছড়ি উপজেলা নোয়াপতং ইউনিয়নে সাথিমং ছেলের।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ কনফারেন্স রুমে এক সংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউছার।

তিনি বলেন, চলতি মাসে ২১ই নভেম্বর গভীর রাতে শহরে মেম্বার পাড়া বাসার নিচ তলার পার্কিং এ প্রবেশ করে চোর চক্র সদস্যরা ২টি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। ওই চুরির ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়। পরে থানার একটি টিম তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির সাথে সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়া গেছে। তাকে রিমান্ডে নিলে এই চোরচক্রে কারা কারা জড়িত আরও তথ্য পাওয়া যাবে আশা করছি। তার সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com