এক্সক্লুসিভ ডেস্ক : এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য ও রেকর্ডকৃত বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা কতো? এটা নিয়ে ভিন্ন মত থাকতে পারে। তবে রোববার (১৬ আগস্ট) সর্বোচ্চ ১৩০ ডিগ্রি ফারেনহাইট তথা ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে।
যা এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য ও রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা। খবর বিবিসি ও ন্যাশনাল পাবলিক রেডিও’র। তাপমাত্রা রেকর্ডের বিষয়টির সত্যতা যাচাই করে নথিভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
যেহেতু যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে তাপপ্রবাহ চলছে তাই ভবিষ্যতে এই তাপমাত্রা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
৫৪.৪ ডিগ্রি তাপমাত্রায় বিষয়ে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের কর্মচারী ব্রান্ডি স্টুয়ার্ট বলেছেন— খুবই অসহনীয় তাপমাত্র অনুভূত হচ্ছে গেল কয়েকদিন ধরে। মনে হচ্ছে যে মুখমণ্ডল পুড়ে যাবে। বাইরে বের হলে মনে হয় যে হেয়ারড্রায়ার দিয়ে কেউ মুখে হাওয়া দিচ্ছে। মনে হবে আপনি ওভেনের ভেতর দিয়ে হাঁটছেন।
এর আগে ২০১৩ সালে ডেথ ভ্যালিতে সর্বোচ্চ ১২৯.২ ডিগ্রি ফারেনহাইট তথা ৫৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। অবশ্য ১০০ বছর আগে এখানে তাপমাত্রা উঠেছিল ১৩৪ ডিগ্রি ফারেনহাইট অথবা ৫৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। যদিও এটা নিয়ে মতবিরোধ রয়েছে।
আর ১৯৩১ সালে রেকর্ড ১৩১ ফারেনহাইট তথা ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তিউনিসিয়ায়। এটার সত্যতা নিয়েও সন্দেহ রয়েছে অনেকের।
সে হিসেবে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে এখন পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা রোববারের ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াসই।