1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

জনপ্রিয়তার জন্য এর পকেট কেটে ওরে দেওয়ার প্র্যাকটিস করিনি : মতিয়া চৌধুরী

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : “আমি যে খুব জনপ্রিয় তা না, আমি প্রয়োজনীয়। আমি আপনাদের প্রয়োজনটা সাধ্যমত মিটাতে চেষ্টা করি, বিবেককে ঠিক রেখে, পরিস্কার রেখে। আমার কথাবার্তা যে মধূর তাও আমি দাবী করব না। আমি আপনাদের প্রয়োজনীয় প্রতিনিধি, প্রিয় প্রতিনিধি না। জনপ্রিয়তার জন্য এর পকেট কেটে ওরে দেওয়া, এই কলসির পানি ওই কলসিতে দেওয়া- ওই অভ্যাস সারাজীবন প্রেকটিস করিনি, এখনও আর করতে চাই না।”
সোমবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল ও আর্থিক প্রণোদনা এবং হতদরিদ্রদের মাঝে শীতের কম্বল বিরতণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দলিল উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, হাজী মোশারফ হোসেন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, আছমত আরা আছমা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২৫টি প্রাথমিক বিদ্যালয় ও ২২টি এবতেদায়ী মাদরাসার ‘টপটেন’ ১ হাজার ৪৭০ শিক্ষার্থীর মাঝে ব্যক্তিগত তহবিল থেকে কম্বল, ১ হাজার ৫৬০জন হতদরিদ্রের মাঝে কম্বল এবং ৩১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩১টি দাখিল মাদরাসার ৫১৮ শিক্ষার্থীর মাঝে ব্যক্তিগত তহবিল থেকে প্রণোদনা হিসেবে ৫শ করে মোট ২ লাখ ৫৯ হাজার টাকা বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com