ঢাকা: কওমি মাদরাসাগুলোতে ডিগ্রি এবং মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। পরীক্ষা নিতে সায় দিলেও কিতাব বিভাগ চালুর অনুমতি দেয়নি সরকার।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে আটকে থাকা পরীক্ষাগুলো নিতে পারবে কওমি মাদরাসা। এসব মাদরাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, আজকের সিদ্ধান্ত হলো কওমি মাদরাসা আবেদন করেছিল তারা ডিগ্রি ও মাস্টার্সের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়। সেটা সরকার সম্মতি দিয়েছে এবং দ্রুত অর্ডার জারি করা হবে। ওদের পরীক্ষাগুলো হবে। তবে জেনারেল কওমি মাদরাসা খুলবে না। ওই (কিতাব বিভাগ খোলা) বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, সরকার কিছু শর্ত দিয়ে দিয়েছে, অবশ্যই সব স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে।
এর আগে গত ১৭ আগস্ট কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদরাসাগুলো।