আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন হামলায় নিহত ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে অন্তত ৪০ জন মারা গেছে। এছাড়া আহত হয়েছে আরো শতাধিক। মঙ্গলবার ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম হুরিয়াত এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কেরমান প্রদেশে মঙ্গলবার সোলাইমানির দাফন সম্পন্ন হওয়ার কথা ছিল। জানাজায় যোগ দিতে যাওয়া অনেকে পদদলিত হয়ে মারা যায়।
প্রাথমিকভাবে হতাহতের কোনো সংখ্যা জানায় নি ইরানের সরকারি গণমাধ্যম। তবে অনলাইনে পোস্ট করা ভিডিওতে রাস্তায় অনেকের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। অনেককে আহত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করতে দেখা গেছে।
ইরানের জরুরি চিকিৎসা সেবা বিভাগের প্রধান পিরহোসেইন কুলিভান্দ টেলিফোনে প্রেস টিভিকে বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে জানাজায় পদদলিত হয়ে আমাদের কিছু দেশবাসী আহত হয়েছেন এবং নিহত হয়েছেন কয়েক জন’।
শুক্রবার বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন সোলাইমানি। রোববার তার লাশ দেশে ফেরত আসে। অসম্ভব জনপ্রিয় সোলাইমানির একাধিক জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তেহরানে সোমবার আজাদি এলাকা থেকে ইমাম হোসেইন স্কয়ার পর্যন্ত ১১ কিলোমিটার এলাকায় হাজির হয়েছিল ৭০ লাখ মানুষ।