নালিতাবাড়ী (শেরপুর) : এবার হারিয়ে যাওয়া পোষ্য বিড়াল খুঁজে পেতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন এক বিড়াল প্রেমিক। হারিয়ে যাওয়া সাদা-কালো রঙের ওই বিড়ালের নাম নাম ‘ফণি’। ঘূর্ণিঝড় ‘ফণি’ হওয়ার দিন এর মালিক বিড়ালটিকে পোষতে এনেছিলেন বলে তার নাম রাখা হয়েছে ‘ফণি’। রেজাউল করিম নামে এই বিড়াল প্রেমিকের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী শহরের বাজার ছিটপাড়া মহল্লায় (মোমিন বাগ)।
বিড়ালের পোষ্য মালিক রেজাউল করিম একজন সরকারী কর্মকর্তা। তিনি নালিতাবাড়ীর গোজাকুড়া (মরিচপুরান) ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে চাকুরী করছেন। পড়ালেখার কারণে তার স্ত্রী-কন্যা ময়মনসিংহ শহরের সেনবাড়ি মহল্লায় ভাড়া থাকেন। প্রায় এক বছর আগে ওই মহল্লা থেকেই তিনি তার ছোট কন্যা ফাতিহা নুজহাত প্রত্যয় এর জন্য ছোট বিড়াল ছানা ‘ফণি’ সংগ্রহ করেন। কিছুদিন ময়মনসিংহ রাখার পর নালিতাবাড়ী শহরের বাসায় নিয়ে আসেন তিনি। কিন্তু এখানে নিয়মিত না থাকায় গেল ফেব্রুয়ারিতে বিড়ালটি বাসা থেকে হঠাৎ একদিন নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও বিড়ালটির সন্ধান পাননি। পোষ্য ‘ফণি’ কে হারানোর বেদনা রেজাউল করিমের ছোট কন্যা প্রত্যয় কোনভাবেই মানতে পারছে না। অনেক সময় কান্নাকাটিও করে। তাই আদরের বিড়াল ‘ফণি’ কে খুঁজে পেতে এবার ঘোষণা করা হয়েছে আর্থিক পুরস্কার।
এর মালিক রেজাউল করিম জানান, যে কেউ ‘ফণি’ কে খুঁজে দিলে তাকে আকর্ষণীয় আর্থিক পুরস্কার প্রদান করা হবে। এ জন্য বিড়ালটির কেউ দেখা পেলে রেজাউল করিমের ব্যবহৃত ০১৭১৭-৪৮৪২৯৯ এই নাম্বারে অথবা বাংলার কাগজ সম্পাদকের ব্যবহৃত ০১৭১৮-৬৮৩৯৯১ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।