1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

একুশে টিভিতে শনিবার থেকে ‘সুলতান ভাই’

  • আপডেট টাইম :: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

মারুফ সরকার, বিনোদন : সুলতানের জন্মহয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সরদার পরিবারে। এই সরদার পরিবার অর্থবিত্তে, জ্ঞান-গরিমায়, মান-সম্মানে, দাপটে অন্যদের তুলনায় নিজেদের শ্রেষ্ঠ মনে করে। ঠিক সে কারণে এলাকার কেউ তাদের উপর কথা বলে না। এই সরদার বংশের সবাইকে এলাকার মানুষ ভয় পায়। কিন্তু সরদার পরিবারের আব্বাস হ য়েছে একটু ব্যতিক্রম স্বভাবের। গল্পের শুরুতেই দেখা যায় আব্বাস একটা হেলিকপ্টার হতে নেমে আসে। পাশে তার দুই চাচাতো ভাই রাজিন ও ছালে। সে এসে এক ঘোড়ার গা ড়িতে চেপে বসে। সেই ঘোড়ার গা ড়িতে একটা মিউজিক বক্স সেট করা থাকে। সেখান হতে আওয়াজ বের হতে থাকে গরীবের বন্ধু, অবহেলিতো মানুষের নয়নের মনি, চোর ডাকাত, সন্ত্রাসীদের ত্রাস, ঢাকার ত্রাস ‘আব্বাস ভাই’। এভাবেই গল্পটি সামনের দিকে এগিয়ে যাবে।

মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ। প্রযোজনা করেছেন মো. কারুজাম্মান কামরুল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, আমিরুল হক চৌধুরী, ডাঃ এজাজ, লুৎফর রহমান জর্জ, মনিরা মিঠু, শিরিন আলম, জামিল হোসাইন, মিলন ভট্ট, নাফিজা নাফা, নাজিরা মৌ, পূর্ণিমা বৃষ্টি, ফারজানা রিক্তা. আনোয়ার, বাদল, অনুভব মাহবুব, মিথিলাসহ আরও অনেকে।
ধারাবাহিক প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘অনন্য ধারাবাহিক থেকে নতুন এই ধারাবাহিকটি একটু ব্যতিক্রম। পুরান ঢাকা, সদরঘাটের বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হয়েছে।আমি সুলতান চরিত্রে অভিনয় করেছি। পুরান ঢাকার ভাষায় কথা বলতে দেখা যাবে। স মিলিয়ে ধারাবাহিকটি দেখে দর্শক আনন্দ পাবে।’

পরিচালক নাসিরউদ্দিন মাসুদ জানান, ‘শনি, রবি ও সোমবার (৫সেপ্টেম্বর) রাত ৮:৩০ মিনিটে একুশে টেলিভিশনে ধারাবাহিকটি প্রচার হবে। আমার বিশ্বাস আমার নতুন ধারাবাহিকটি দর্শক পছন্দ করবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!