শ্রীবরদী (শেরপুর) : বাংলাদেশ পুলিশের আইজিপি ব্যাজ পেলেন শেরপুরের শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে ওই আইজিপি ব্যাজ গ্রহণ করেন তিনি। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদারকে ব্যাজ পরিয়ে দেন।
জানা যায়, মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ২০১৮ সালের ২ সেপ্টেম্বর অফিসার ইনচার্জ হিসেবে শ্রীবরদী থানায় প্রথম যোগদান করেন। যোগদানের পর থেকে তার চৌকস নেতেৃত্বে উপজেলায় মাদক উদ্ধার, সন্ত্রাস, ইভটিজিং ও অপরাধ দমনসহ আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নে কাজে অবদান রাখায় রুহুল আমিনকে আইজিপি ব্যাচের জন্য মনোনিত করা হয়েছে। এছাড়াও তিনি তৃতীয়বারের মতো ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক স্বীকৃতি পেয়েছেন।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রহুল আমিন তালুকদার বলেন, আইজিপি ব্যাচ পেয়ে আমি কৃতজ্ঞ। বরাবরের মতই সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে সর্বদা তৎপর থাকবো।
– ফরিদ আহম্মেদ রুবেল