1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসিনা পালালেও প্রশাসন ফ্যাসিবাদমুক্ত হয়নি : শিবির সভাপতি দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু ছক্কায় আহত মালিকের স্ত্রী, তাই পারিশ্রমিক জোটেনি রাজশাহীর ক্রিকেটারদের! যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও গাজায় চলছে হামলা, নিহত অন্তত ৩০ বক আর বুনোহাঁস খাওয়া দুই ভ্লগারকে খুঁজছে বন বিভাগ নিজ বাড়িতেই ছুরিকাঘাত সাইফ আলি খানকে, হাসপাতালে ভর্তি যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় হামলা, নিহত অন্তত ৩০ সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ আলীকদমে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ বাংলাদেশী দালাল আটক পলিথিন ও প্লাস্টিক দূষণ থেকে সুন্দরবন রক্ষায় ইয়ুথ ফর দি সুন্দরবনের প্রশিক্ষণ

সিসিক মেয়র আরিফ ও প্রধান প্রকৌশলী করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনাভাইরাস শনাক্ত হয়। একইদিন সিলেট বিভাগে নতুন করে আরও ৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের শুরুর দিক থেকেই সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নিরলসভাবে কাজ করেছেন। লকডাউনের সময় বাসাবাড়িতে আটকেপড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে তিনি ব্যাপক সুনাম কুড়িয়েছেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ সংশ্লিষ্টদের নিয়েই তিনি এসব কাজ চলমান রেখেছেন।

এর আগে মেয়র আরিফের স্ত্রী সামা হক চৌধুরীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে তিনি বাসায় থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের পুরো পরিবার ও নির্বাহী প্রকৌশলী আলী আকবরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে অবশ্য তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন।

এদিকে, সিলেট বিভাগে বৃহস্পতিবার নতুন করে আরও ৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৫৫ জনের করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, বৃহস্পতিবার শাবিপ্রবির ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ১১ জন, মৌলভীবাজারের ১৫ জন ও সিলেট জেলার ২৬ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৫৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৩০৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ১৬০, হবিগঞ্জে এক হাজার ৩১ এবং মৌলভীবাজারে এক হাজার ৬০০ জন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com