বান্দরবান : বান্দরবানে আলীকদম উপজেলার দুর্গম বুচির মুখ নামক স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশী ৫ জন দালাল ও ৫৮ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।
গত শনিবার (১১জানুয়ারী) ভোর সাড়ে ৫টার দিকে আলীকদম নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে আটক করা হয় তাদের। মানব পাচারের সাথে জড়িত আটক পাঁচ দালালরা হচ্ছেন- খুইল্যামিয়া পাড়ার মো. আব্দুর রহিমের ছেলে মো. নজরুল ইসলাম (৪০), আলীকদম দক্ষিণ নয়া পাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), নয়া পাড়ার মো. সোনা মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন (২৭), চৈক্ষ্যং ইউনিয়নের মৃত: আবুল হোসেনের ছেলে মো. আবু হুজাইফ(৩২) ও আলীকদম নয়া পাড়ার মৃত: আনু মিয়ার ছেলে মো. খোরশেদ আলম (৫৭)।
স্থানীয়রা সূত্রে জানা যায়, আটক দালাল চক্রটি দীর্ঘদিন ধরে মোটা অংকের অর্থের বিনিময়ে মিয়ানমারের নাগরিকদের আলিকদমের সীমান্তে গহিন পাহাড়ী পথে বাংলাদেশে অনুপ্রবেশের সহায়তা করে আসছিল।
বিজিবির সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) জেসিও মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ৪ কি:মি: পূর্ব দক্ষিণ দিকে আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৬ শিশুসহ মোট ৫৮ জন মায়ানমারের নাগরিককে আটক করেন। অভিযানে মানব পাচারের সাথে জড়িত ৫ বাংলাদেশী দালালকে আটক করেছে বিজিবি।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মিয়ানমার নাগরিকদের পুশব্যাক করানো ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ নভেম্বর আলীকদম উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ৩টি পৃথক অভিযানে কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ৩১ শিশু ও ৫০ জন প্রাপ্ত বয়স্ক মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছিল।