কারণ ওই পার্টিতে তিনি তার কাছের বন্ধুদের সঙ্গে উল্লাসে মেতেছিলেন।জানা যায়, গোপন বন্ধু সূরজ নাম্বিয়ারের সঙ্গেই দুবাইতে সময় কাটাচ্ছেন মৌনি রায়৷ গোপনে বন্ধুর সঙ্গে মৌনির এই পার্টির ছবি তারই এক বন্ধুর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসে৷
ফাঁস হওয়া ছবিতে বন্ধু সূরজ নাম্বিয়ারের সঙ্গে অভিনেত্রীর বান্ধবীদের দেখা যায়৷ যদিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সূরজের কোনো ছবি প্রকাশ্যে আনেননি মৌনি।
কিন্তু এবারে বিষয়টি নিয়ে এত লুকাচুপি করলেও আগে অভিনেত্রী গোপন বন্ধু সূরজের ছবি প্রকাশ্যে এসেছিল। আগে যখন অভিনেত্রী থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন তখন তাদের দুজনের ছবি প্রকাশ্যে আসে। তবে এবার কেন এত লুকাচুপি তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।