বিনোদন ডেস্ক : কিংবদন্তি শিল্পী উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণকে বিয়ে করছেন নেহা কক্কর। এমন খবরই এখন প্রকাশিত হচ্ছে মিডিয়ায়। ইন্ডিয়ান আইডলের একটি প্রমো ভিডিও অনলাইনে আসার পর থেকেই মূলত এমন খবর ছড়িয়ে পড়ে। বিয়েও হচ্ছে নাকি আবার এ বছরের ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি।
জানা গেছে, সপ্তাহের শেষাংশে ইন্ডিয়ান আইডলে এমন কিছু হতে যাচ্ছে, যা শুনে হতবাক দর্শকরা। শোতে উদিত নারায়ণ অতিথি হিসেবে আসছেন। এখানেই উদিতকে বিচারক নেহা কক্করের সঙ্গে মজা করতে দেখা যাবে। তিনি তাকে রাগানোর চেষ্টা করবেন।
এদিকে উদিতপুত্র আদিত্য নারায়ণ জানান, ১৪ ফেব্রুয়ারি নেহা কক্কর ও তিনি বিয়ে করতে চলেছেন!
ইন্ডিয়ান আইডল অনুষ্ঠানটি পরিচালনা করছেন উদিতের ছেলে আদিত্য নারায়ণ। প্রায়ই এ অনুষ্ঠানে নেহার সঙ্গে খুনসুটি করতে দেখা যায় তাকে, যা ভক্তরা খুবই উপভোগ করেন।
সত্যি সত্যিই এমন কিছু ঘটবে? নাকি রিয়েলিটি শোয়ের মাধ্যমে দর্শক স্রেফ বিনোদিত করতেই এমনভাবে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে কিছুই বলেনি ইন্ডিয়ান আইডল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বছরই ‘ব্রেক আপ’র খবরে শিরোনাম হয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। নতুন বছর আসতেই বিয়ের খবর নিয়ে শিরোনামে এলেন এ গায়িকা।