প্রেস বিজ্ঞপ্তি : সুপ্রীম কোর্টের প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।
আজ ২৪ অক্টোবর শনিবার এক শোকবার্তায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যারিস্টার রফিক-উল হকের অবদান অনস্বীকার্য। বিশেষ করে ১/১১’র সময় বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রীর আইনজীবী হয়ে তিনি দেশের গণতন্ত্র রক্ষায় অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁর অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বাংলাদেশের ভঙ্গুর বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে তিনি আজীবন কাজ করে গেছেন।”
ডা: এম. এ. সামাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পক্ষ থেকে রফিক-উল হকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।